প্রেম, প্রতিশোধের গল্প নিয়ে আসছেন আসিফ-আফ্রি
প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙাগড়ার গল্প ‘মায়া—দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামীকাল রোববার।
ওয়েব ফিল্মটি প্রসঙ্গে আসিফ নূর বলেন, ‘আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। গল্পে থাকছে চমক। দর্শকের সুবিধার কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’
ফাহমিদা প্রেমা পরিচালিত ওয়েব ফিল্মটি প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে রোববার থেকে দেখা যাবে।
এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আসিফ নূরের। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ সিনেমায় আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।