ফারুকীর প্রশ্ন : সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?
ঢাকার গুলশানে ঘটা হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারাজ’। আইনী জটিলতা কাটিয়ে ৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নির্মাতা হাসনাল মেহতার অন্তর্জালে এই খবর জানিয়েছেন।
অথচ ঢাকার এই আলোচিত হামলা নিয়ে বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন খ্যতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও ২০১৮ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শনের জন্য এখনো ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্রটি সেন্সর বোর্ড।
বলিউডের সিনেমাটিতে মুক্তির অনুমিত পাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের এই খ্যতিমান নির্মাতা। মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এই খোলা চিঠিতে লিখেছেন,
প্রিয় বাংলাদেশ।
প্রিয় তথ্য মন্ত্রনালয়।
গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরনা নিয়ে “শনিবার বিকেল” বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পূনঃনির্মান করে নাই, এমন কি ঐ ক্যাফের ভিতরের কোনো চরিত্র পূনঃনির্মানও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারন কি এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।
‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানিসহ অনেকেই।