বলিউডে রশ্মিকার ‘মিশন’ শুরু ৪ মার্চ
সৌন্দর্য আর অভিনয়দক্ষতা দিয়ে এরই মধ্যে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। বনে গেছেন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’। তেলেগু এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এ খবর পুরোনো। নতুন খবর হলো, সেই অভিষেক-সিনেমা ‘মিশন মজনু’র শুটিং শুরু হতে যাচ্ছে ৪ মার্চ।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, সিনেমাটি সত্তর দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে। যেখানে এমন এক যাত্রার বর্ণনা করা হবে, যা ভারত-পাকিস্তানের সম্পর্কে আমূল পরিবর্তন আনে। সিনেমাটিতে রশ্মিকার বিপরীতে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সূত্রের খবর, শুটিং করতে রশ্মিকা লক্ষ্ণৌ যাবেন।
‘মিশন মজনু’ হতে যাচ্ছে স্পাই থ্রিলার এবং এতে প্রথমবারের মতো কোনো দক্ষিণ ভারতীয় তারকা কাজ করছেন। তেলেগু অঙ্গনে রশ্মিকা মন্দানা রোমান্টিক কমেডি ‘গীত গোবিন্দম’ ও ‘সারিলেরু নিকেব্বারু’ দিয়ে নজর কাড়েন।
পত্রপত্রিকার খবর, সিদ্ধার্থ মালহোত্রাকে এ সিনেমায় র এজেন্টের ভূমিকায় দেখা যাবে, যিনি অভিযান পরিচালনা করবেন। পারভেজ শেখ, অসীম অরোরা ও সুমিত বাথেজার রচনায় সিনেমাটি পরিচালনা করছেন শান্তনু বাগচি।