বাংলাদেশ নামের ফুলের গন্ধে সুরভিত হোক পৃথিবী : শাকিব
এমন শাকিব খানকে আগে দেখেনি কেউ। অন্তর্জালে রীতিমতো সিনেমার পর্দার মতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থাকার পরও সম্প্রতি নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে বেশ সিরিয়াস ঢাকাই সিনেমার সুপারস্টার।
তাই তো প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় শাকিব খান বলেছেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া।’
শাকিব খান আরো বলেছেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচে-কানাচে। বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী।’ এরপর সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান শাকিব।
আজ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’। সিনেমাটি হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া শাকিবের প্রথম সিনেমা।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।