বাবা হারালেন হিনা খান
বাবা হারালেন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। খবরে প্রকাশ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হিনার বাবা।
বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন হিনা। প্রায়ই সামাজিক পাতায় বাবার সঙ্গে তোলা ছবি ভাগ করে নিতেন ভক্তদের সঙ্গে।
বলিউড হাঙ্গামাসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না হিনা খান। কাশ্মীরে অভিনেতা শাহির শেখের সঙ্গে গানের ভিডিওর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর থেকে মুম্বাই উড়ে যান তিনি।
এক সাক্ষাৎকারে হিনা খান বলেছিলেন, অভিনয়ে নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশে তিনি মুম্বাই গিয়েছিলেন আর সে কথা একমাত্র জানতেন তাঁর বাবা। বাবা ছাড়া তাঁর জীবনের পুরো সত্যটা আর কেউ জানেন না, এমনকি মা-ও নন।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে হিনা খানকে ফ্রেমবন্দি করেন সাংবাদিকেরা। দেখা যায়, তিনি দ্রুত গতিতে বিমানবন্দর ছেড়ে বেরোচ্ছেন। তাঁর পরনে ছিল নীল জাম্পস্যুট, ডেনিম জ্যাকেট ও সাদা মাস্ক। চোখে কালো চশমা।
ইনস্টাগ্রামে হিনা খান তাঁর বাবার ছবি ও ভিডিও দিতেন মাঝেমধ্যে। গত বছর লকডাউনের সময় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তুলে ধরতেন অন্তর্জালে।