বায়োস্কোপের ঈদ আয়োজনে নাটক-সিরিজ
ঈদ আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেতে যাচ্ছে একাধিক শো ও সিরিজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতোমধ্যে ১৫ জুলাই বায়োস্কোপে মুক্তি পেয়েছে তিন এপিসোডের অরিজিনাল অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়েরিজ’। যেখানে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মৌটুসি বিশ্বাস, রওনক হাসান ও নাজিয়া হক অর্ষা। সিরিজটিপরিচালনা করেছেন সামির আহমেদ।
গল্পগুলো হচ্ছে ‘বোন আপেটিট’, ‘স্পটলাইট’ ও ‘টু লেট’। তিন জন গৃহিনীর বিবাহিত জীবনের নানা বাঁক, সংকট ও দ্বিধা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনিগুলো।
বিনোদনপ্রেমীদের ঈদের ছুটিকে জমজমাট করে তুলতে বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৩০০ পর্বের বাংলায় ডাব করা তুর্কি সিরিয়াল ‘রেহানা’।
বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে ২১টি নাটক মুক্তি পাবে ধারাবাহিকভাবে। নাটকগুলোতে অভিনয় করছেন তাসনুভা তিশা, এলেন শুভ্র, মনোজ প্রামাণিক প্রমুখ।
এ ছাড়া দর্শকের জন্য বায়োস্কোপে রয়েছে বাংলা নাটক ও টিভি শো-সহ ৭০টির বেশি ফ্রি দেশি-বিদেশি টিভি চ্যানেল দেখার সুবিধা।