ফিরে দেখা ২০২২
বিচ্ছেদ কমে তারকাদের বিয়ের বছর
সেলেবদের ব্যক্তিগত জীবনের যে বিষয় সবচেয়ে চর্চিত, তা হলো প্রেম-বিয়ে-বিচ্ছেদ। ভক্তকুলে তা নিয়ে যতই চর্চা হোক, ভালো থাকার জন্য প্রিয়জনকে আপন করবেন যে কেউই। আর সেটা তাঁর একান্ত ব্যক্তিগত। বছরজুড়ে শোবিজে ছিল নতুন করে ঘর বাঁধার খবর, নেই তেমন কোনো বিচ্ছেদের খবর।
সেই তালিকার প্রথম দিকে আছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলতি বছরের ৪ জানুয়ারি প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। আলোচিত চিত্রনায়িকা পরীমণি বিয়ে করেছিলেন গেল বছর, তবে চলতি বছরের ২২ জানুয়ারি পরিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা।
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাও বিয়ে করেছেন চলতি বছর। ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশাও বিয়ে করেছেন সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে চলতি বছরের দুই ফেব্রুয়ারি। একই তারিখে ইঞ্জিনিয়ার বি আহমেদ রুহীকে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনও। এই সংসারে এখন চলছে জটিলতা।
চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ে করেছেন গায়ক-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ১৮ জুলাই কণ্ঠশিল্পী এস আই টুটুল ও আমেরিকা প্রবাসী উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়ার বিয়ে খবর প্রকাশ্যে আসে। ১৬ ডিসেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের বিয়ে খবর প্রকাশ্যে আসে। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী মাত্র ৫০১ টাকা কাবিনে ১৭ জুন বিয়ে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তসলিম মজুমদার বিয়ে করেন। চলতি বছর বিয়ের খবর প্রকাশ্যে এসেছেন ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর। এরপর অনেক জলঘোলা হয়েছে।
বিচ্ছেদ
প্রেম-সংসারের মিলিয়ে ১৩ বছরের সম্পর্ক ভাঙ্গলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের সঙ্গে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এই অভিনেত্রীর বিচ্ছেদ হয়েছে। এই খবর অভিনেত্রী প্রকাশ্যে নিয়ে এসেছেন চলতি বছরের ২৫ ডিসেম্বর।