বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টাইগারের বোন কৃষ্ণা
একসময় ইবান হ্যামসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর দারুণ সব স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের কন্যা ও টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। সেসব এখন অতীত। কিছুদিন আগে ইবানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কৃষ্ণার। নিজেদের প্রেমের সম্পর্কে ছেদ ঘটার পর এতদিন নিশ্চুপ ছিলেন কৃষ্ণা। এবার মুখ খুললেন।
হিন্দুস্তান টাইমসের খবর, এক সাক্ষাৎকারে কৃষ্ণা শ্রফ জানিয়েছেন, ইবানের সঙ্গে তাঁর ‘তিক্ত’ বিচ্ছেদ হয়নি। আর এখন একা জীবন বেশ উপভোগ করছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে কৃষ্ণা বলেন, ‘এমনটা হওয়ার পেছনে অনেক কিছুই ছিল, কিন্তু আমি সেসব ব্যক্তিগত রাখতে চাই। আমরা দুজনই উপলব্ধি করেছি, সম্পর্কে থাকার চেয়ে বন্ধু হয়ে থাকাটা ভালো। তো, এটাকে খুব একটা তিক্ত বিচ্ছেদ বলা যাবে না।’ কৃষ্ণা আরো বলেন, তিনি এখন ‘সিঙ্গেল লাইফ’ উপভোগ করছেন। নিজের ওপর মনোযোগ দিয়েছেন।
কৃষ্ণা বলেন, ‘বিচ্ছেদের একমাসেরও অধিক হয়ে গেল, সত্যি বলছি, এ নিয়ে আমি ভাবিওনি। আমি সত্যিই সময়টা উপভোগ করছি এবং যা ভালোবাসি ও যা করতে চাই, তা-ই করছি।’ কৃষ্ণা জানান, এখনো ইবানের সঙ্গে তাঁর যোগাযোগ আছে।
২০১৯ সালের ১১ মে মুম্বাইয়ের সোহো হাউসে প্রথম দেখা হয় কৃষ্ণা ও ইবানের। এর এক মাস পর তাঁরা দেখা-সাক্ষাৎ শুরু করেন। এ বছরের মে-তে ইনস্টাগ্রামে লাইভে এসে প্রথম দেখার এক বছর পূর্তি উদযাপন করেন এ যুগল। সে সময় বিয়ের ইঙ্গিতও দিয়েছিলেন ইবান।
কিন্তু গত নভেম্বরে কৃষ্ণা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের অনুরোধ করেন, তাঁরা যেন দুজনকে আর ট্যাগ না করেন। পরে ইবানের সঙ্গে পোস্ট করা সব ছবি মুছে ফেলেন কৃষ্ণা।