বিনামূল্যে দেখা যাবে ‘হোয়াট দ্য ফ্রাই’
ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে দ্বিতীয় বাংলাদেশি অরিজিন্যাল ‘হোয়াট দ্য ফ্রাই’ মুক্তি পাবে ৯ জানুয়ারি। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও গায়ক প্রীতম হাসান। এ ছাড়া অভিনয় করেছেন সাকিব বিন রশিদ ও ইরেশ যাকের। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অনম বিশ্বাসের পরিচালনায় প্রথম ওয়েব ফিল্ম।
এক বিজ্ঞপ্তিতে জি ফাইভ জানিয়েছে, বিশ্বের ১৯০টির অধিক দেশে মুক্তি পেতে চলেছে গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত ৫০ মিনিটের ‘হোয়াট দ্য ফ্রাই’। ফিল্ম তারকা শামা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাশারের জীবনের গল্প ‘হোয়াট দ্য ফ্রাই’। শামা একজন ফায়ারব্র্যান্ড, বুদ্ধিমতী ও ইমপালসিভ। অন্যদিকে, বাশার সহজ-সরল ও মিনিমালিস্ট। শামার বিশ্ব যেখানে সোশ্যাল মিডিয়া, সেখানে বাস্তবে ঘেরা বাশারের জীবন। শামা ও বাশার কীভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ হয়েও সত্যিকারের প্রেমের সন্ধানে নিজস্ব পথে যাত্রা করে, এটা নিয়েই গল্প।
এ প্রসঙ্গে জি ফাইভের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’-এর সাফল্যে আমরা অভিভূত। বাংলাদেশের বাইরেও আমরা বেশ সাড়া পেয়েছি। অনম বিশ্বাস পরিচালিত ‘হোয়াট দ্য ফ্রাই’-এর ঘোষণা করতে পেরে আমি বেশ আনন্দিত। দারুণ ফান-লাভ স্টোরি, যা তরুণ দর্শক খুব পছন্দ করবে বলে মনে করি।”
দর্শক www.zee5.com ওয়েবসাইট বা অ্যাপ থেকে বিনামূল্যে দেখতে পাবেন ‘হোয়াট দ্য ফ্রাই’।