বেকারত্বকে ‘সৌরভ’ হিসেবে দেখছেন শাওন!
জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুল আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ণাঢ্য আয়োজনে ‘বেকারত্বের সৌরভ’ শিরোনামে একটি একক নাটক নির্মাণ করেছেন।
নির্মাতার গল্পে নাটকটির নাট্যরূপ করেছেন মহিউদ্দিন আহমেদ, যেখানে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, তানিয়া বৃষ্টি, লুৎফর রহমান জর্জসহ অনেকেই।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক গোলাম সোহরাব দোদুল আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকের গল্পের নায়ক কোনও বিষয়ে কম্প্রোমাইজ করে না। সেটা নিয়ে সে বেশ জটিলতায় পড়ে। তার মধ্যে সবচেয়ে যে জটিলতা সেটা হচ্ছে, কর্মক্ষেত্রে সে প্রায়ই বেকার হয়ে পড়ে। কিন্তু অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ না করে এই বেকার হওয়াকে সৌরভের মনে করে সে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’
আসন্ন ঈদুল আজহার আয়োজনে ‘বেকারত্বের সৌরভ’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।