ভোট দিতে পারবেন না প্রযোজক শাকিব খান!
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির হালনাগাদ প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক ও প্রযোজক শাকিব খানের নাম। আয়কর রিটার্নের কাগজপত্র সঠিক সময়ে জমা না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।
এই কর্মকর্তা আরও জানিয়েছেন, আপিল বোর্ডে কাগজ জমা দিলেই আগামী ২১ মে-র নির্বাচনে ভোট দিতে সমস্যা নেই শাকিবের।
বিভিন্ন গণমাধ্যমে চাঁদা না দেওয়াসহ বেশ কিছু কারণে প্রযোজক শাকিবের সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন। চলমান নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে।
ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।