মার্কিন নির্বাচনে টনি ডায়েস পরিবারের ভোট অভিজ্ঞতা
একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস অভিনয় ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন দীর্ঘদিন। সেখানেই স্ত্রী প্রিয়া ডায়েস ও কন্যা অহনাকে নিয়ে তাঁর সংসার।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে ভোট দিয়েছেন টনি ডায়েস। সেই কথা নিজের ফেসবুকে জানিয়েছেন এই অভিনেতা। তবে কাকে ভোট দিয়েছেন, সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
এক ফেসবুক স্ট্যাটাসে টনি ডায়েস লিখেছেন,‘আমাদের মেয়ে অহনা প্রথম ভোট দিল আমাদের সাথে। ভোট কেন্দ্রে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ভোটও দেয়া শেষ।’
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। তীব্র লড়াই হচ্ছে প্রধান দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রজেকশন অনুযায়ী, এখন পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ভোটের ফলাফল মিলেছে। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোট গণনা চলছে। এ পর্যন্ত পাওয়া ফলে দেখা গেছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।