মোস্তফা কামাল সৈয়দ স্মরণে ‘তুমি আছো হৃদয়ে’
গণমাধ্যম, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের মানুষকে কাঁদিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান, বহুমুখী প্রতিভায় ভাস্বর মোস্তফা কামাল সৈয়দ গত বছরের ৩১ মে চলে গেছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোক নামে এনটিভি পরিবারে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউ।
ওই দিন দুপুর দেড়টায় মোস্তফা কামাল সৈয়দ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল এনটিভিতে বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি আছো হৃদয়ে’।
হাসান ইউসুফ খানের প্রযোজনায় তথ্যচিত্রে মোস্তফা কামাল সৈয়দকে স্মরণ করেছেন শিল্পী মুস্তাফা মনোয়ার, রামেন্দু মজুমদার, সুবর্ণা মুস্তাফা, ফেরদৌস হাসান, অপর্ণা ঘোষ ও শাফায়েত মনসুর রানা।
স্বনামধন্য টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক হিসেবেও পরিচিতি ছিল মোস্তফা কামাল সৈয়দের। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা।
মোস্তফা কামাল সৈয়দ কর্মজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন টিভি চ্যানেলে। ২০০৩ সালে এনটিভির শুরু থেকে তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান ছিলেন। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।