যেসব ‘লোভে’ ওয়েব সিরিজে আরিফিন শুভ
ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা মেলে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। সেটা পোস্ট হোক কিংবা স্টোরি; শুভ বেশ সরব এই আন্তর্জালিক গ্রামে। গতকাল ইনস্টাগ্রামে একটি ক্লিপবোর্ডের ছবি শেয়ার করেছেন শুভ। সেটা ‘কনট্রাক্ট’ শিরোনামে একটি ওয়েব সিরিজের।
সেটা দেখেই জানা গেল, আলোচিত এ সিরিজের শুটিং শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। বেশ আগে থেকে এই সিরিজে অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হলেও এ প্রসঙ্গে মুখ খোলেননি শুভ।
আজ সোমবার সকালে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় আরিফিন শুভ জানালেন, ‘আমার প্রথম অনলাইন প্রজেক্ট। গত দু-তিন বছর ধরে আমাদের এখানে ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, বেশ কয়েকবার কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হয়েছে; বাট শেষ পর্যন্ত সেগুলো করতে মন সায় দেয়নি। এই প্রজেক্টটা ফাইনালি মনে হলো, এটা আমি ট্রাই করতে চাই; দেখি এটাতে কী আছে।’
ঠিক কী কারণে এই সিরিজে কাজ করতে মন সায় দিল, এমন প্রশ্নে শুভর ভাষ্য, ‘একদম স্বার্থপরের মতো লোভী হয়ে প্রজেক্টের প্রতি ইন্টারেস্টেড হয়েছি আমি। প্রথম লোভ গল্পটা, দ্বিতীয় লোভ পরিচালকবৃন্দ বা টোটাল টিমটা, তৃতীয় লোভ কলাকুশলী যারা আছে। এটার যে ডিওপি আছে, তার লোভ। গল্প, পরিচালক এবং অবশ্যই এটার যে প্ল্যাটফর্ম, জি ফাইভ। নিঃসন্দেহে এটা বহির্বিশ্বে প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে ভারতে।’
প্রস্তুতি প্রসঙ্গে শুভ জানালেন, ‘এটা করোনার আগে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তো কিছুই করা যায়নি। তারপর ফাইনালি এটা লক হয়েছে তিন মাস আগে। যেদিন থেকে লক হয়েছে, সেদিন থেকে মোটামুটি... তখন বের হতাম না, বাসায় বসে যতটা পারা যায় প্রস্তুতি নিয়েছি... পরিচালকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে, অনলাইনে ওয়ার্কশপ করে। যতটুকু যেভাবে নেওয়া সম্ভব বাড়িতে থেকে, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
গত সাত দিনে ঢাকার সাত জায়গায় অ্যাকশন থ্রিলারধর্মী ‘কনট্রাক্ট’ সিরিজের প্রথম মৌসুমের শুটিং হয়েছে। ছয় পর্বের এই সিরিজের শুটিং চলবে মাসব্যাপী। তবে দ্বিতীয় মৌসুম নিয়ে মুখ খুলতে নারাজ শুভ।
জানা গেছে, ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের এই সিরিজে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের ও জাকিয়া বারী মমসহ অনেকে। তবে এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে প্রায় নতুন এক মুখকে। মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘কনট্রাক্ট’ নামের পলিটিক্যাল থ্রিলারধর্মী বই অবলম্বনে ওয়েব সিরিজটি পরিচালনা করছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
এদিকে, আরিফিন শুভ সিনেমা ও নিজের অন্য কাজ প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ। নিজের দর্শকের জন্য সেসব চমক রাখতে চান। শুধু দর্শককে জানিয়ে দিতে বললেন, সব ঠিক থাকলে আগামী বছর চমক আসছে।