‘লিডার’ শাকিবের নায়িকা বুবলী, শুটিং মার্চে
বছরের শুরুতে এনটিভি অনলাইন জানিয়েছিল, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তাঁর নতুন সিনেমায় বড় সারপ্রাইজ নিয়ে আসছেন। সব ঠিক থাকলে মাস শেষে জানা যাবে সেই খবর।
জানুয়ারি শেষে সেই খবর জানা না গেলেও ফেব্রুয়ারির মাঝামাঝি জানা গেল, শাকিব খানের নতুন সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। নাট্যনির্মাতা তপু খান সিনেমাটি পরিচালনা করছেন। আর এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ২০ মার্চ থেকে সিনেমাটির শুট শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন তপু খান। তিনি বলেন, ‘আগামীকাল শাকিব খান চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ হবে। আগামীকাল তারাই বিস্তারিত আয়োজন করে জানাবে।’