শাকিবের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’, নায়িকা কলকাতার
‘অন্তরাত্মা’ শিরোনামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে।
সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
এনটিভি অনলাইন এসব তথ্য শাকিব খান সূত্রে নিশ্চিত হয়েছে। জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির চুক্তি সেরেছেন ঢালিউড কিং। অন্তর্জালেও শাকিব খান এই সিনেমার খবর জানিয়েছেন।
সূত্রটি জানায়, ১ মার্চ থেকে পাবনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। এর আগে শাকিব এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সত্তা’ সিনেমায় অভিনয় করেছিলেন।
কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশ, শাকিব খানের বিপরীতে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ওয়াজেদ আলী সুমন ‘শ্যাডো’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।