শুটিংয়ে ‘যদি... কিন্তু... তবুও’, মুক্তি ডিসেম্বরে
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে গেল মার্চে এর শুটিং শুরু করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। গতকাল জি ফাইভের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েব ফিল্মটির নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন, আজ ২৮ অক্টোবর থেকে শুটিংয়ে যাচ্ছে ওয়েব ফিল্মটি।
সেই শুটিংয়ের খোঁজ নিতে আজ দুপুরে যখন নির্মাতা শিহাব শাহীনকে ফোন করা হলো, তখন তিনি বেশ ব্যস্ত। ফোনের এ প্রান্ত থেকেই বোঝা যাচ্ছিল তাঁর সেই ব্যস্ততা। তারই মাঝে এনটিভি অনলাইনকে নির্মাতা জানালেন, ‘আজ থেকে বনানীতে শুটিং শুরু করেছি। বিভিন্ন ধাপে ৩০ নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। আজ শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নায়িকা নুসরাত অংশ নেবেন ৭ নভেম্বর।’
কবে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি, এমন প্রশ্নে নির্মাতার বক্তব্য, ‘ডিসেম্বরে শেষ দিকে মুক্তির সম্ভাবনা আছে।’
জানা গেছে, পরিচালনার পাশাপাশি ওয়েব ফিল্মটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই। গল্পে দেখা যাবে, বিয়ের আগের দিন বর যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন, সেই গল্প। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধা অপূর্ব ও ফারিয়া ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকেই। ঢাকা ছাড়াও শুটিং হবে কক্সবাজার ও বান্দরবানে।