সংলাপ আর লুকে শাকিব খানের ট্রেইলার মাত
‘নবাব অন্যায়ের জবাব...’। দুই মিনিট ৩১ সেকেন্ডের ট্রেইলারজুড়ে এমন কিছু বার্তা দিয়েছেন শাকিব খান, তাতে মুগ্ধতা ছড়িয়েছে। গতকাল (সোমবার) রাতে ‘নবাব এলএলবি’ সিনেমার ট্রেইলার মুক্তির পর থেকেই সিনেমার মতো ‘নবাব’ বেশেই আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার।
ট্রেইলার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সিনেমাটির সংলাপ আর লুক নিয়ে প্রশংসায় ভাসছেন এ চিত্রনায়ক। ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে এ সিনেমার গল্প বুনেছেন পরিচালক অনন্য মামুন। ট্রেইলার দেখে তাঁর নির্মাণ-দক্ষতাও প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদের। তবে ট্রেইলারে ধর্ষণ ইস্যুতে শাকিব খান যেসব সংলাপ বলেছেন, তার প্রশংসার মাত্রাটা সবকিছুর চেয়ে বেশি। এ ছাড়া সিনেমায় শাকিবকে তাঁর বিগত বেশ কয়েকটি সিনেমার চেয়ে ভিন্ন লুকে দেখা গেছে, যা মন ভরিয়েছে খানভক্তদের।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আই থিয়েটার শিরোনামে নতুন যাত্রা শুরু করা ইউটিউব চ্যানেলে ট্রেইলার মুক্তির ১৬ ঘণ্টায় দুই লাখ ১৭ হাজারের বেশি ভিউ হয়েছে। সেখানে সাড়ে চার হাজারের বেশি জন মন্তব্য করেছেন, যার বেশির ভাগই প্রশংসার।
এদিকে, সিনেমাটির একটি গানের শুটিং হচ্ছে আগামীকাল ও পরশু। দেশের বেশ কয়েকটি লোকেশনে গানটির শুটিংয়ের ভাবনা থাকলেও ঢাকার একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণের সম্ভাবনা বেশি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।