সজল কি যাবেন তিশার মনের বাড়িতে?
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘মনের বাড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এম কাইয়ুম।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, তাসনুভা তিশা, শিল্পী সরকার অপু, নরেশ ভুঁইয়া প্রমুখ।
নাটকের গল্প এমন—তারক কবি, শহরে থাকে। গ্রামে সে তেমন একটা আসেনি। বাবা মারা যাওয়ার পরে আর্থিক সংকটের কারণে সে এবার গ্রামে আসে তার পিতার বাড়ি বিক্রির জন্য! যে বাড়িটি দেখাশোনা করে, সে তারকের দূরসম্পর্কের এক চাচা। চাচার মেয়ে সর্বার সাথে বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে তারকের। দুজনে স্মৃতিকাতর হয়ে পড়ে। তারক কবির চোখে সর্বাকে দেখে। কবিতা লিখে তাকে শোনায়। সর্বা তারককে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায়। এভাবে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে, তাদের সম্পর্ক নিয়ে আবার গ্রামে বিভিন্ন কথা ওঠে। গ্রামের বখাটে ছেলেরা তারককে শাসায়। অন্যদিকে, তারক যে বাড়িটি বিক্রি করতে এসেছে, তার দাম সবাই কম বলে।
অবশেষে পত্রিকার অফিস থেকে তারকের চাকরির সংবাদ আসে। তাই বাড়িটি আর বিক্রি না করে শহরে চলে যায় তারক। ওদিকে, যাওয়ার সময় তারক সর্বাকে কিছু বলে যায় না; অথচ সর্বা প্রত্যাশা করেছিল, তারক তার ভালোবাসার কথা তাকে জানাবে। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।
নাটকে তারকের ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সর্বার ভূমিকায় অভিনয় করেছেন তাসনুভা তিশা। নাটকে শেষ পর্যন্ত কী ঘটে, তা দেখার জন্য চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।