সাকিবকে শাকিবের শুভেচ্ছা, বললেন ‘গর্বের আরেক নাম’
আজ ৩৪ বসন্তে পা রেখেছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তাই তো অন্তর্জালজুড়ে মধ্যরাত থেকে শুধুই সাকিববন্দনা।
সেই বন্দনায় যোগ দিয়েছেন দেশের শোবিজ তারকারাও। তবে নামের সঙ্গে মিল থাকা দেশের শীর্ষ নায়ক শাকিব খান জন্মদিনে সাকিব আল হাসানকে ‘ক্রিকেটের এক অতিমানব’ আখ্যা দিয়েছেন।
তারপর সাকিবের উদ্দেশে শাকিব খান ফেসবুক ও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।’
৩৩ বসন্ত পার করে আজ ২৪ মার্চ ৩৪ বছরে পা রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের কাছে সাকিব নামটিই বড় অনুভূতির। কারণ, সাকিব মানেই এ দেশের ক্রিকেটের এক-একটি মাইলফলক।