সিনেমা ‘জয় বাংলা’ : দর্শক বলছেন মানহীন, বাপ্পীর গলা ব্যথা
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘জয় বাংলা’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর।
বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ পরিচালিত বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু অভিনীত সিনেমাটি ট্রেলার ও পোস্টার প্রকাশের পরই সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের একাংশ বলছেন, পোস্টার ট্রেলার সবকিছুই মানহীন!
ধারণা করা হচ্ছিল, সমালোচনার মুখে পড়ায় সিনেমাটির প্রচারণায় অংশ নিচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকা।
তবে এনটিভি অনলাইনকে বাপ্পী চৌধুরী কারণ হিসাবে বলছেন ভিন্ন কথা। বাপ্পীর ভাষ্য, ‘আপাতত ঠাণ্ডা-কাশি-গলা ব্যথা ও সর্দি জনিত কারণে আমি বেশ অসুস্থ। তাই সিনেমার কোনো প্রমোশনেই অংশ নিতে পারছি না বলে বেশ খারাপ লাগছে। তবে সবাইকে হলে গিয়ে দেশপ্রেমের এই সিনেমাটি দেখার অনুরোধ করছি।’
অন্যদিকে, অন্তর্জালে সিনেমাটির সমালোচনার জবাব দিয়েছেন নবাগত জাহারা মিতু। নিজের প্রথম সিনেমার সমালোচনা প্রসঙ্গে মিতু বলছেন, ‘ট্রেলার দেখে পুরো ছবি মাপা ঠিক না। ছবিটি নিজেদের শত সীমাবদ্ধতার মধ্যেও খুব যত্ন নিয়ে বানানো। একজন নতুন শিল্পী হিসেবে এই ছবি সংশ্লিষ্ট সকলের ভালোবাসা, সহযোগিতায় আমি মুগ্ধ। চলচ্চিত্রটি আমি ডাবিং করার সময় যতোটুকু দেখেছি তাতে আমার মনে হয় না দর্শক নিরাশ হবেন।’
লেখক, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে সিনেমাটি। এটি হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা।