৬০ লাখ অনুদান পাওয়া সিনেমায় শাকিব একাই নিচ্ছেন ৪০ লাখ
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা-প্রতি পারিশ্রমিক নিয়ে ধোঁয়াশা আছে দীর্ঘদিন। গুঞ্জন আছে, সিনেমা-প্রতি অর্ধকোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই ঢালিউড কিং। করোনাকালে পারিশ্রমিক কমানোর একাধিক খবরও এসেছে গণমাধ্যমে।
সম্প্রতি আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান শাকিবের ‘কম বাজেটে ১০০ সিনেমার সমালোচনা’র জবাবে বলেছেন, “শাকিব বর্তমানে যে ‘গলুই’ সিনেমার শুট করছেন, সেটার বাজেট মাত্র ৬০ লাখ টাকা। উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা উনি কেন করছেন?”
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা অনুদান পাওয়া যে ‘গলুই’ সিনেমার শুটিং শাকিব খান করছেন; সেই সিনেমায় নায়ক একাই পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা।
আজ সোমবার দুপুরে সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু এনটিভি অনলাইনকে বলেন, ‘এসব বিষয় নিয়ে এভাবে মন্তব্য করা যায় না। পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’
এর আগে খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন, ‘শাকিব প্রথম বার অনুদানের সিনেমা করছে; অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। অনুদানের সিনেমা বলে এত দিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’
এস এ হক অলিকের পরিচালনায় বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমাটির শুট চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।