৯০ মিনিটের ‘জানোয়ার’ আসছে ১৪ জানুয়ারি
করোনাকালে খুন ও গণধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ জানুয়ারি। লাইভ টেকনোলজিসের টার্ন কমিউনিকেশনের ব্যানারে ৯০ মিনিট ব্যাপ্তির ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাবে।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকি রহমান ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্রসহ অনেকে।
এ প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘সিনেমার গল্প বলতে চাই না। তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছি। আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে, সেই প্রত্যাশা করছি।’