সংগ্রামী তরুণের চরিত্রে সিয়াম
এ সময়ের ব্যস্ততম অভিনেতা সিয়াম আহমেদ। আসছে ঈদে মুক্তি পাবে সিয়াম অভিনীত ও সঞ্জয় সমদ্দার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝড়ের পরে’। ছবিতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটি ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সিয়াম।
এনটিভি অনলাইন : ‘ঝড়ের পরে’ ছবির ট্রেইলার বের হওয়ার পর কেমন সাড়া পেলেন?
সিয়াম আহমেদ : খুব ভালো । ফেসবুকের মাধ্যমেও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার ট্রেইলারের মতো হয়েছে এটি।
এনটিভি অনলাইন : এখানে আপনার চরিত্র সম্পর্কে কিছু বলুন…
সিয়াম আহমেদ : এ সময়ের একজন সংগ্রামী তরুণ যুবকের চরিত্রে আমি অভিনয় করেছি। আমার চাকরি নেই। বেকার থাকি আমি। ভালোভাবে জীবনযাপন করার জন্য একটা চাকরি খুঁজি। জীবনকে সুন্দরভাবে গোছাতে স্বপ্ন দেখি। নিজের প্রেমিকাকে খুশি রাখতে চাই।
এনটিভি অনলাইন : শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
সিয়াম আহমেদ : সব ঠিকঠাক ছিল। এই ছবিতে নিজের চরিত্র নিয়ে পড়াশোনা করেছি। নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছি । ছবিটি নিয়ে আমি আশাবাদী। তবে ছবির কিছু দৃশ্য অনেকের কাছে আপত্তিকর হতে পারে। আমরা এই দৃশ্যেগুলো শুধু গল্পের প্রয়োজনে করেছি। গল্পটা এখন কারো সঙ্গে শেয়ার করতে চাই না। শুধু এতটুকু বলতে পারি, এই গল্পটি শুধু তরুণ প্রজন্মের জন্য নয়, সবাই এটা চাইলে দেখতে পারেন। তবে বাচ্চাদের এটা কোনোভাবে দেখানো যাবে না।
এনটিভি অনলাইন : ঈদে আপনার অভিনীত কতগুলো নাটক প্রচারিত হতে পারে?
সিয়াম আহমেদ : অনেক নাটকে অভিনয় করেছি। সঠিক সংখ্যা বলতে পারব না। এখনো ঈদের বিশেষ নাটকগুলোর শুটিং করছি।