‘ছবিতে আমার ইংরেজি ও হিন্দি সংলাপ রয়েছে’
অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ইয়েতির অভিযান’। ছবিতে শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়েছে। ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন মিম।
এনটিভি অনলাইন : ‘ইয়েতির অভিযান’ ছবির শুটিংয়ের আগে প্রস্তুতি কেমন ছিল?
বিদ্যা সিনহা মিম : শুটিংয়ের আগে গ্রুমিং ও ওয়ার্কশপ করতে হয়েছে আমাদের। ছবিতে আমার ইংলিশ ও হিন্দি ভাষায় সংলাপ রয়েছে। তাই শুটিংয়ের আগে ইংলিশ ও হিন্দি ভাষার সংলাপগুলো রিহার্সেল করেছি।
এনটিভি অনলাইন : সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করে কেমন লাগছে?
বিদ্যা সিনহা মিম : তিনি অনেক বড় মাপের একজন পরিচালক। অবশ্যই অনেক ভালো লাগছে। আমার কিছু কাজ তিনি ইউটিউবে দেখেছেন বলে জানিয়েছেন। এটা শুনে আমার ভালোই লেগেছিল।
এনটিভি অনলাইন : ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং কবে শুরু হবে?
বিদ্যা সিনহা মিম : চলতি মাসের ১৬ তারিখ। শুটিং কলকাতায় নয়, সুইজারল্যান্ডে হবে। ১৫ তারিখ ঢাকা থেকে সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সুইজারল্যান্ডে ছবির বাকি শুটিং শেষ করা হবে।
এনটিভি অনলাইন : ‘উলটপালট’ ছবির শুটিং কবে শুরু হবে?
বিদ্যা সিনহা মিম : জুলাইতে শুরু হবে। যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিতে আমার বিপরীতে আছেন আরিফিন শুভ।
এনটিভি অনলাইন : কলকাতায় আপনাকে কী নামে সবাই সম্বোধন করে?
বিদ্যা সিনহা মিম : অনেকে আমাকে বিদ্যা নামেও ডাকেন। কেউ কেউ মিম বলেন। সবাই অনেক ফ্রেন্ডলি। শুটিং কঠিন মনে হয় না। অনেক মজা নিয়েই কাজ করছি।