ঈদে দর্শক নাটক বেশি দেখে : মৌসুমি
এ সময়ের অভিনেত্রী মৌসুমি হামিদ। সাবলীল অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের নাটকের কাজের অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন মৌসুমি।
এনটিভি অনলাইন : এবার ঈদের কতগুলো নাটকে অভিনয় করেছেন?
মৌসুমি হামিদ : এখন পর্যন্ত পাঁচটা নাটকে অভিনয় করেছি। আরো বেশ কিছু নাটকে অভিনয়ের কথা রয়েছে।
এনটিভি অনলাইন : নাটকগুলো নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
মৌসুমি হামিদ : এবার ঈদে দর্শক আমাকে কমেডি, রোমান্টিক ও সিরিয়াস গল্পের নাটকে দেখতে পাবেন। ‘গোলাপজান’ নাটকে আবুল কালাম আজাদের বিপরীতে আমি অভিনয় করেছি। এই নাটকের কাজের অভিজ্ঞতা অনেক ব্যতিক্রম ছিল। ‘গোলাপজান’ অনেক প্রতিবাদী একটা মেয়ে। তার জামাই কোনো কাজ করে না। সে নিজেই চাতাল, নার্সারি ও মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে। এ কারণে অনেক পুরুষ তার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে কাউকে সুযোগ দেয় না। এই চরিত্রটি মনে এখনো গেঁথে আছে। আমি মনে করি, প্রত্যেক মেয়ের সাহসী হওয়া দরকার। এ ছাড়া ‘জীবনসঙ্গী’ ও ‘বাদানন’ নাটকে আফরান নিশো, ‘গোয়েন্দা ঘটক’ নাটকে জাহিদ হাসান, ‘ব্রেকআপ’ নাটকে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে আমি অভিনয় করেছি। প্রতিটি নাটকের গল্প চমৎকার। অনেক যত্ন নিয়ে নাটকগুলোতে অভিনয় করেছি। তাই নাটকগুলো নিয়ে প্রত্যাশা অনেক।
এনটিভি অনলাইন : এবার ঈদে তুলনামূলকভাবে আপনি কম নাটকে অভিনয় করেছেন। এর কারণ কী?
মৌসুমি হামিদ : ঈদে দর্শক নাটক বেশি দেখে। কারণ, সবার ছুটি থাকে। অনেক আরাম করে সবাই টিভি দেখতে পারে। তাই এবার ঈদের নাটকের সংখ্যার দিকে না তাকিয়ে আমি মানের দিকে বেশি নজর দিয়েছি। এ ছাড়া একক নাটকের শুটিং দুদিনে সাধারণত শেষ করা হয়। আমি একদিন বেশি শুটিং করেছি। ‘বাদানন’-এর শুটিং নয় দিনে শেষ করেছি।