‘ঢাকা অ্যাটাকে’র আশফাকের মতো হতে চান না সুমন
দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। ছবিতে সোয়াট টিমের ইনচার্জ হিসেবে অভিনয় করেছেন এ বি এম সুমন। মুক্তির চার সপ্তাহ পরও ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। নিজের অভিনীত ছবির সফলতা কীভাবে উপভোগ করছেন ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সুমন।
এনটিভি অনলাইন : শুনেছি ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি সিনেমা হলে গিয়ে আপনি বহুবার দেখেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
এ বি এম সুমন : পুরো ছবি হলে গিয়ে দুবার দেখেছি। কিন্তু বন্ধু-বান্ধবদের সঙ্গে এ পর্যন্ত ১০ বারের বেশি সিনেমাটি দেখতে গিয়েছিলাম। তখন অবশ্য পুরো সিনেমা একবারে দেখিনি। এক হল থেকে অন্য হলে গিয়েছি। পেয়েছি দর্শকের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। ছবি দেখে হল থেকে যখন দর্শকরা বের হচ্ছিলেন, তখন তাঁদের মুখে হাসি দেখেছি। তাঁরা ছবিটি নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন, সেটাও শুনেছি। অবশ্যই তখন খুব ভালো লেগেছিল। বাংলা ছবি দর্শক দেখছেন, এটাই তো আশার কথা।
এনটিভি অনলাইন : ছবিতে আপনার অভিনীত আশফাক চরিত্রটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা কীভাবে উপভোগ করছেন? আশফাকের কোন গুণ দেখে আপনি নিজে অনেক মুগ্ধ?
এ বি এম সুমন : প্রথমেই বলতে চাই, আশফাকের দেশপ্রেম দেখে আমি উচ্ছ্বসিত। এই গুণটা আমি নিতে চাই। নিজের দেশকে ভালোবাসি এবং আরো বেশি ভালোবাসতে চাই। তবে আমি আশফাকের মতো হতে চাই না। এটা বললাম একটা ভিন্ন কারণে। সেটা খুলে বলছি। আশফাক পরিবারের প্রতি অনেক যত্নশীল। কিন্তু আমি মুক্ত পাখির মতো চলতে ভালোবাসি। (হাসি)। শিল্পীরা এমনিতে একটু ছন্নছাড়া স্বভাবের হয়। আশফাকের জীবন ছকে বাঁধা। আমি ছকে বাঁধা জীবনে থাকতে অভ্যস্ত নই (হাসি)। তবে চরিত্রটির প্রশংসা অনেক শুনেছি। আমাকে সবাই এখন সুমন নন, আশফাক ভাবতে শুরু করেছেন। বিষয়টা উপভোগ করছি।
এনটিভি অনলাইন : আপনার তো এর আগেও ‘অচেনা হৃদয়’, ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবি দুটি মুক্তি পেয়েছে। কোন ছবিকে এগিয়ে রাখবেন?
এ বি এম সুমন : অবশ্যই ‘ঢাকা অ্যাটাক’। ছবিটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। তার থেকেও বড় কথা, আমি মনে করছি যে এই ছবি দিয়ে আমার অভিনয় জীবনের পথচলা শুরু হলো। অল্প বাজেটের ছবি কিন্তু দর্শক খুব উপভোগ করেছে।
এনটিভি অনলাইন : ‘ঢাকা অ্যাটাক’ দেশের বাইরেও প্রদর্শনী হচ্ছে। বিষয়টাকে কীভাবে দেখছেন?
এ বি এম সুমন : দেশের বাইরে প্রবাসীরাই দেখছেন। তাঁরা বাংলাদেশি। দেশের ছবি দর্শক দেখছেন, এটা অবশ্যই আনন্দের ঘটনা।
এনটিভি অনলাইন : মুক্তির অপেক্ষায় আছে আপনার অভিনীত চলচ্চিত্র ‘আদি’। ছবিটি নিয়ে আপনি কতখানি আশাবাদী?
এ বি এম সুমন : এখনই কিছু বলতে পারছি না। শুটিং ভালো হয়েছে। তবে ছবির ডাবিং, এডিটিং, কালার সবকিছুর দেখার পর আসলে বলতে পারব ছবিটি শেষ পর্যন্ত কেমন হবে। আশা করছি, ভালো হবে।
এনটিভি অনলাইন : শুনলাম নতুন ছবিতে অভিনয়ের অনেক প্রস্তাব পাচ্ছেন?
এ বি এম সুমন : (হাসি) খুব বেশি পাচ্ছি না। কিছুসংখ্যাক ছবির প্রস্তাব পেয়েছি। সেখান থেকে যে ছবির গল্প পছন্দ হবে, সেটাই করব। আপাতত এটা নিয়ে মুখ খুলব না।
এনটিভি অনলাইন : আপনি তো এর আগে মিউজিক ভিডিওর মডেল হয়েও আলোচিত হয়েছিলেন।
এ বি এম সুমন : মডেলিং করেছি শখের বশে। বলতে পারেন, প্রযোজক ও কাছের মানুষের অনুরোধে কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হয়েছিলাম। এ ছাড়া কিছু নয়।
এনটিভি অনলাইন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাই।
এ বি এম সুমন : আমি কোনো কিছু পরিকল্পনা করে কাজ করতে পারি না। চোখের সামনে যা ঘটতে দেখি, তা-ই করি। চলচ্চিত্রে অভিনয় করছি। এটাই হয়তো শেষ পর্যন্ত করব।