আমি চাই ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধ হোক : চঞ্চল
অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে নাম বদল করেছেন। এটা কমবেশি সবার জানা। এখন ফেসবুকে তিনি সুচিন্ত্য চৌধুরী চঞ্চল নামে আছেন। ফেসবুকে নামবদলের কারণ ও অন্য অনেক বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।
এনটিভি অনলাইন : ফেসবুকে আপনি নামবদল করেছেন। এর পেছনে প্রধান কারণ কী?
চঞ্চল চৌধুরী : প্রথমেই বলতে চাই, ফেসবুকে আমার ভুয়া আইডিগুলোতেও পরিচিত অনেকে যুক্ত আছেন। তাহলে বুঝুন, আমার নামে কতগুলো ভুয়া আইডি থাকতে পারে! ১৪টারও বেশি ভুয়া আইডি। পরিচিতজনরাও দ্বিধায় পড়ছেন কোনটা আসলে আমার সত্যিকারের ফেসবুক আইডি। আমি চাই, ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধ হোক। এ জন্য ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়া প্রয়োজন। আমার জাতীয় পরিচয়পত্রের নাম সুচিন্ত্য চৌধুরী চঞ্চল। মিডিয়াতে আমি চঞ্চল চৌধুরী নামেই পরিচিত। অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে গেলে জাতীয় পরিচয়পত্রের নাম প্রয়োজন। আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
এনটিভি অনলাইন : এখন আপনার কাজের ব্যস্ততা কেমন?
চঞ্চল চৌধুরী : ধারাবাহিক নাটকের শুটিং বেশি করছি। চন্দন চৌধুরী পরিচালিত নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছি। এ ছাড়া আমার অভিনীত আরো বেশ কিছু নাটক টিভিতে প্রচারিত হচ্ছে।
এনটিভি অনলাইন : মাঝখানে তো আপনি পাবনায় গিয়েছিলেন। কেন?
চঞ্চল চৌধুরী : মা ঢাকায় এসেছিলেন। মাকে বাড়িতে রাখতে আমি নিজেই ড্রাইভ করে গিয়েছিলাম। কারণ তখন নাটকের শুটিং ছিল না। সময় ছিল আমার হাতে। আমার ছেলে শুদ্ধরও স্কুল ছুটি ছিল। তাই শুদ্ধকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম।
এনটিভি অনলাইন : নিয়মিত শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। অবসর পেলে কী করেন?
চঞ্চল চৌধুরী : অবসর আসলেই খুব কম। যতটুকু সময় পাই পরিবারকে সময় দিই। ছেলের সঙ্গে একান্তে দারুণ সময় কাটাই। বাপ-বেটা দুজন অনেক মজা করি।
এনটিভি অনলাইন : ‘দেবী’ চলচ্চিত্রের শুটিং তো শেষ করেছেন। এ ছাড়া নতুন চলচ্চিত্রের খবর কী?
চঞ্চল চৌধুরী : কথার্বাতা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানাব।