একনজরে অ্যাভেঞ্জারদের ছবিগুলো
চলতি বছরের ২৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’। আর এর মাধ্যমেই শেষ হতে যাচ্ছে মারভেল উপাখ্যানের। এই সিরিজের শুরুটা ‘আয়রনম্যান’ দিয়ে শুরু হয়েছিল। তবে মাঝে প্রিক্যুয়ালে দেখানো হয় ‘ক্যাপ্টেন আমেরিকা : দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারস’। শুরুর দু-তিনটি ছবি বাদ দিলে এরপর ধারাবাহিকভাবেই এগিয়েছে মারভেল উপাখ্যান। একে একে মারভেল কমিকসের বেশিরভাগ হিরোকেই পর্দায় হাজির করেছে মারভেল ইউনিভার্স। কোনো কোনো সুপারহিরোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে অন্য সুপারহিরো ছবির ছায়ায়।
তবে সবার নিয়তি গিয়ে ঠেকেছে থানুসের সঙ্গে অসীম যুদ্ধে। তাই দুম করে ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ দেখতে বসে গেলে এর আসল মজাটাই পাওয়া সম্ভব নয়। ধারাবাহিকভাবে একেবারে শুরু থেকে দেখতে হবে গোটা সিরিজটি। আর যাঁরা দেখেছেন, তাঁরা আইডিবির সৌজন্যে মিলিয়ে নিন আপনার দেখা মারভেল ছবির তালিকার সঙ্গে।
১. ক্যাপ্টেন আমেরিকা : দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার (২০১১)
২. আয়রনম্যান (২০০৮)
৩. দি ইনক্রেডিবল হাল্ক (২০০৮)
৪. আয়রনম্যান-২ (২০১০)
৫. থর (২০১১)
৬. দি অ্যাভেঞ্জারস (২০১২)
৭. আয়রনম্যান-৩ (২০১৩)
৮. থর : ডার্ক ওয়াল্ড (২০১৩)
৯. ক্যাপ্টেন আমেরিকা : উইন্টার সোলজার (২০১৪)
১০. গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম (২০১৪)
১১. অ্যাভেঞ্জারস : এজ অব আল্ট্রন (২০১৫)
১২. অ্যান্ট ম্যান (২০১৫)
১৩. ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার (২০১৬)
১৪. ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬)
১৫. গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম-২ (২০১৭)
১৬. স্পাইডারম্যান হোমকামিং (২০১৭)
১৭. থর : র্যাগনারক (২০১৭)
১৮. ব্ল্যাক প্যানথার (২০১৮)
১৯. অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার (মুক্তি ২০১৮ সালের ২৭ এপ্রিল)