‘সমালোচনা নিয়ে আমি ভাবি না, অমিতাভকে নিয়েও হয়েছে’
হেলেনা জাহাঙ্গীর। একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘জয়যাত্রা’ শিরোনামেই একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বের উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হন এই সমাজকর্মী। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন হেলেনা জাহাঙ্গীর। সাক্ষাৎকারটি নিয়েছেন নাইস নূর।
এনটিভি অনলাইন : ‘জয়যাত্রা’ অনুষ্ঠানটি আপনি নিয়মিত উপস্থাপনা করছেন। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেতা শিপন ও অভিনেত্রী হিমি। এই পর্বটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
হেলেনা জাহাঙ্গীর : আমি এসব নিয়ে ভাবি না। অমিতাভ বচ্চনকে নিয়েও এসব হয়েছে। আমাদের মাহফুজ ভাইকে (এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান) নিয়ে হয়েছে। আমি দেখেছি মাহফুজ ভাইয়ের ভিডিওর কোটি কোটি দর্শক। এটা ভালো তো! খারাপ কী? আমি সমালোচনায় থাকতেই পছন্দ করি। কারণ আলোচনা থাকলে তো সমালোচনা হবে।
এনটিভি অনলাইন : আপনি সেদিন উপস্থাপনা করতে অপ্রস্তুত ছিলেন কি?
হেলেনা জাহাঙ্গীর : হ্যাঁ, অপ্রস্তুত ছিলাম। আমি উপস্থাপনা শিখছি। শেখার তো শেষ নেই। আর আমি তো প্রফেশনাল নই। আমি তো প্রেজেন্টার হওয়ার জন্য অনুষ্ঠানটি করিনি। আমি উপস্থাপনায় একেবারে নতুন। এটা আমার নিজের প্রোগ্রাম, তাই করছি। আমার মাঝে মাঝে কথা বলতে সমস্যা হয়। এটা আমি চ্যানেল কর্তৃপক্ষকেও জানিয়েছি।
এনটিভি অনলাইন : ‘জয়যাত্রা’ অনুষ্ঠানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
হেলেনা জাহাঙ্গীর : এ পর্যন্ত অনুষ্ঠানটির ৪৫টির বেশি পর্ব প্রচার হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের তারকাদের নিয়ে আড্ডা হয়। অনুষ্ঠানটিকে ধীরে ধীরে আমি অন্য জায়গায় নিয়ে যেতে যাই। সমাজের দরিদ্র মানুষদের নিয়ে অনুষ্ঠানটি করার পরিকল্পনা আমার রয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এই থিমটা মাথায় রেখে অনুষ্ঠানটি করতে চাই।
এনটিভি অনলাইন : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
হেলেনা জাহাঙ্গীর : আপনাকেও ধন্যবাদ।