মিথ্যা ও সত্যের দ্বিধার গল্প নিয়ে টেলিফিল্ম ‘সব মিথ্যে সত্য নয়’
ঈদ উপলক্ষে শাফায়েত মনসুর রানা নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘সব মিথ্যে সত্য নয়’। টেলিফিল্মটি এনটিভিতে আজ সোমবার দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জন কবির, অপর্না ঘোষ, দিলারা জামান, তারিক আনাম খান প্রমুখ। টেলিফিল্মটি প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন শাফায়েত মনসুর রানা।
এনটিভি অনলাইন : টেলিফিল্মের নাম ‘সব মিথ্যে সত্য নয়’ কেন?
শাফায়েত মনসুর রানা : কারণ মিথ্যা ও সত্যের দ্বিধার গল্প নিয়ে টেলিফিল্ম ‘সব মিথ্যে সত্য নয়’ নির্মাণ করেছি। দর্শক টেলিফিল্মের শেষ অংশে সেটা বুঝতে পারবেন।
এনটিভি অনলাইন : টেলিফিল্মের প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন?
শাফায়েত মনসুর রানা : জন কবির।
এনটিভি অনলাইন : আপনার নাটক ও টেলিফিল্মে অপর্না ঘোষ ও জন কবিরকে বেশি দেখা যায়। এর কারণ কী?
শাফায়েত মনসুর রানা : তাঁরা দুজনেই খুব হেল্পফুল আর্টিস্ট। ঠিক সময়ে শুটিং সেটে আসেন। আমার সঙ্গে তাঁদের বোঝাপড়া খুব ভালো। রমজানে রাত ২টা পর্যন্ত তাঁরা আমার নাটকের শুটিং করেছেন। কাজের ব্যাপারে তাঁরা খুব সিরিয়াস। সবমিলিয়ে তাঁদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই অনেক ভালো লাগে।
এনটিভি অনলাইন : ‘সব মিথ্যে সত্য নয়’ টেলিফিল্মে দর্শক নতুনত্ব কী খুঁজে পাবেন?
শাফায়েত মনসুর রানা : গল্প। টেলিফিল্মের গল্পই দর্শককে বেশি আকৃষ্ট করবে। ক্যামেরা ও লাইটের কাজ নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আর শিল্পীদের অভিনয়ও আমার সাবলীল লেগেছে।
এনটিভি অনলাইন : ইউটিউব নাকি টিভি কোথায় নাটক দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
শাফায়েত মনসুর রানা : আমি আমার পরিচালনার নাটকগুলো টিভিতেই দেখি। ইউটিউবে নাটক আমি কম দেখি।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আবার নতুন নাটকের শুটিং কবে শুরু করবেন?
শাফায়েত মনসুর রানা : এখনো ঠিক করিনি। ঈদের আগে অনেক কাজ করেছি। এখন বাসায় বিশ্রাম নিচ্ছি।