‘জোভান-সাবিলার প্রেম এক সময় বিষাদে রূপ নেয়!’
জোভান ও সাবিলা নূরকে নিয়ে জাকারিয়া সৌখিন পরিচালনা করেছেন বিশেষ নাটক ‘বাতাসে কান পেতে রাখো’। নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, ফরহাদ লিমন, দিশা প্রমুখ। নাটকটি আজ বুধবার ঈদের পঞ্চম দিনে এনটিভিতে রাত ১১টা১০ মিনিটে প্রচারিত হবে।
এনটিভি অনলাইন : ‘বাতাসে কান পেতে রাখো’ নাটকের গল্প সম্পর্কে জানতে চাই।
জাকারিয়া সৌখিন : রোমান্টিক গল্পের নাটক। নাটকে পলক চরিত্রে জোভান ও অরণী চরিত্রে সাবিলা অভিনয় করেছেন। এক বৃষ্টির দিনে পলক ও অরণীর পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। কিন্তু নাটকের শেষে দেখা যাবে, জোভান-সাবিলার প্রেম এক সময় বিষাদে রূপ নেয়। কিন্তু কেন? এটাই মূলত নাটকের মূল বার্তা।
এনটিভি অনলাইন : নাটকের নাম ‘বাতাসে কান পেতে রাখো’ রাখার কারণ কী?
জাকারিয়া সৌখিন : নাটকের গল্পের নায়ক-নায়িকা দুজনই চায় তাদের দীর্ঘশ্বাসের শব্দ প্রিয় মানুষ যেন দূর থেকে শুনতে পায়।
এনটিভি অনলাইন : শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
জাকারিয়া সৌখিন : দর্শক আমার নির্মাণশৈলীতে অনেক নতুনত্ব পাবেন। নাটকে গল্প ও নির্মাণ কৌশলে ভিন্নমাত্রা যোগ করেছি। জোভান ও সাবিলার অভিনয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।
এনটিভি অনলাইন : এবার ঈদ উপলক্ষে শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসের অনুপ্রেরণায় ‘জলসাঘর’ নাটকটি নির্মাণ করেছেন। নাটকটি প্রচারের পর অনেক দর্শকের ইতিবাচক মন্তব্য পেয়েছেন। কেমন লাগছে আপনার?
জাকারিয়া সৌখিন : ভালো তো লাগছেই। দেবদাস গল্পটা ছোটবেলায় আমার মনে দাগ কেটেছিল। দীর্ঘদিন ধরে এই গল্পের অণুপ্রেরণায় কাজ করতে চেয়েছিলাম। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আবার কবে শুটিং শুরু করছেন?
জাকারিয়া সৌখিন : এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ঈদের ছুটি ভালোভাবে কাটাতে চাই।