যে কাজই করি খারাপ কিছু করব না : চাঁদনী
বাপ্পা মজুমদারের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নতুন করে জীবন গোছাতে চাচ্ছেন চাঁদনী। এর মধ্যে করেছেন বিশেষ ফটোশুট। ফটোশুটের কারণ ও অন্যান্য অনেক বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন চাঁদনী।
এনটিভি অনলাইন : কেমন আছেন?
চাঁদনী : ভালো আছি।
এনটিভি অনলাইন : এখন কী করছেন?
চাঁদনী : বাসায় আছি। মায়ের সঙ্গে সময় ভালো কাটছে।
এনটিভি অনলাইন : ফেসবুকে আপনার বিশেষ ফটোশুটের ছবি বেশ আলোচিত হয়েছে। হঠাৎ এই ফটোশুট কেন?
চাঁদনী : সবাই জানেন, আমি দীর্ঘদিন ধরে মিডিয়ায় অনিয়মিত কাজ করছি। এখন আবার পুরোপুরি ফিরতে চাই। তাই নতুন করে নিজেকে উপস্থাপন করেছি।
এনটিভি অনলাইন : কবে করেছেন ফটোশুট?
চাঁদনী : ঈদের আগের রাত মানে চাঁদরাতে ফটোশুট করা হয়েছিল। ছবি তুলেছেন সাকিব মুহতাসিম।
এনটিভি অনলাইন : অভিনয়ে ফিরছেন কবে?
চাঁদনী : ভালো কাজের প্রস্তাব পেলে এখনই। যে কাজই করি, খারাপ কিছু করব না। নাটকে অভিনয় করতে চাই। তবে নাচের অনুষ্ঠানই আমার বেশি করা হয়ে যায়। এখন আবারও নাটক, বিজ্ঞাপন, নাচ সবই করতে চাই।
এনটিভি অনলাইন : ক্যারিয়ারে আপনার বিবাহ বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে কি?
চাঁদনী : মনে হয় না পড়বে। এটা নিয়ে আর কথা বলতে চাই না। যেটা হয়ে গেছে, সেটা এখন অতীত। বর্তমান নিয়ে ব্যস্ত থাকতে চাই।
এনটিভি অনলাইন : নতুন জীবনসঙ্গী বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন কি?
চাঁদনী : না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। ভক্তদের উদ্দেশে কিছু বলবেন কি?
চাঁদনী : ভক্তদের জন্যই আমি আজকের চাঁদনী। তাঁদের ভালোবাসা পেয়ে এতদূর এসেছি। আরো কাজ করতে চাই। বিশ্ব যতটা এগিয়ে গেছে, আমাদের সমাজ এখনো অনেক পিছিয়ে। আমাদের পারস্পরিক সম্মানবোধ আরো বাড়াতে হবে। দোয়া চাই সবার কাছে, যেন আরো ভালো কাজ করতে পারি।