বিয়ের পর দৌড়ের পরিমাণ বেড়েছে : তৌসিফ
তৌসিফ মাহবুব। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন। নতুন সংসারে ভালোই আছেন এই অভিনেতা। নিয়মিত বিভিন্ন নাটকের শুটিং করছেন। বর্তমান কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
এনটিভি অনলাইন : কেমন আছেন?
তৌসিফ মাহবুব : ভালো আছি। সবকিছুই ভালো চলছে।
এনটিভি অনলাইন : এখন কী নিয়ে ব্যস্ত?
তৌসিফ মাহবুব : ঈদুল আজহা উপলক্ষে নাটকের শুটিং করছি।
এনটিভি অনলাইন : আপনি নিয়মিত নাটকের শুটিং করছেন। ক্লান্তিবোধ করেন না!
তৌসিফ মাহবুব : এ বিষয়ে তো অনেক কথাই বলা যায়। মূলত আমি কাজকে ভালোবাসি। দর্শক কাজ দেখে পছন্দ করলে সব কষ্ট ভুলে যাই।
এনটিভি অনলাইন : আপনি তো ‘বেসিক আলী’ চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। কার্টুন থেকে নাটকটি নির্মাণ হয়েছে। কাজট করা কতখানি চ্যালেঞ্জিং ছিল?
তৌসিফ মাহবুব : আমি নিজেও বেসিক আলীর ভক্ত। তবে এই চরিত্রে অভিনয় করা আমার জন্য সহজ ছিল। কারণ কার্টুন সিরিজের লেখক শাহরিয়ার ভাইয়ার সাথে আমার সম্পর্ক খুব ভালো। আমাদের বোঝাপড়াও ভালো। তবে আমি মাঝে মাঝে মনে করি আমাকে এই চরিত্রে দেখে হয়ত দর্শকের মানতে কষ্ট হচ্ছে।
এনটিভি অনলাইন : নাটকটি থেকে পরিবার থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?
তৌসিফ মাহবুব : তাঁরা সবাই নাটকটি পছন্দ করে। আমার আব্বু-আম্মু আমাকে বেসিক আলী বলে ডাকেন।
এনটিভি অনলাইন : জনপ্রিয়তাকে কীভাবে উপভোগ করেন আপনি?
তৌসিফ মাহবুব : দর্শকের বেশি বেশি প্রশংসা মাঝে মাঝে ভালো লাগে না। যত কাজ করছি তত দায়িত্ব বেড়ে যাচ্ছে। তবে যখন একা থাকি কিংবা দেশের বাইরে থাকি তখন কেউ কাজের প্রশংসা করলে সেটা অনুভব করি। তখন ভালোই লাগে।
এনটিভি অনলাইন : এবার ভিন্ন প্রসঙ্গে কথা বলি। বিয়ের পর সংসার কেমন চলছে?
তৌসিফ মাহবুব : সংসার চলছে স্রোতের মতো। আমি তো অলটাইম দৌড়ের ওপর থাকি। বিয়ের পর দৌড়ের পরিমাণ বেড়েছে। কারণ শুটিং করছি আবার পরিবারকেও সমান সময় দিচ্ছি। বাসা থেকে শুটিং হাউজ আবার শুটিং হাউজ থেকে বাসা। এভাবেই চলছে আমার জীবন। আমাকে নিয়ে জারার (তৌসিফের স্ত্রী) কোনো অভিযোগ নেই। আমাদের বোঝপড়া চমৎকার।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। নিজেকে ক্যামেরার সামনে ভবিষ্যতে কীভবে দেখতে চান?
তৌসিফ মাহবুব : আরো ভালো কিছু করতে চাই। যা করব ভেবে চিন্তে করতে চাই।পারফেক্ট কাজ না আসা পর্যন্ত প্রয়োজনে অপেক্ষা করব।