রবীন্দ্রনাথকে নিয়ে আমার পুরো জগৎ : রেজওয়ানা চৌধুরী বন্যা
২২ শ্রাবণ আজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাঁকে স্মরণ করে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন দেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এনটিভি অনলাইন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁকে কীভাবে শ্রদ্ধাঞ্জলি জানাবেন...
রেজওয়ানা চৌধুরী বন্যা : শুধু একদিনের জন্য নয়, আমার হৃদয়ে রবীন্দ্রনাথ রয়েছে প্রতিদিন। রবীন্দ্রনাথকে নিয়ে আমার বিচরণ সব সময়। বলতে পারেন, রবীন্দ্রনাথকে নিয়ে আমার পুরো জগৎ।
এনটিভি অনলাইন : রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ ঠিক কবে তৈরি হয়?
রেজওয়ানা চৌধুরী বন্যা : ছোটবেলায় দেখতাম, বাবা রবীন্দ্রনাথের বই অনেক পড়তেন। তখনই আমার রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় হয়। তৈরি হয় গভীর অনুরাগ। ছোটবেলা থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা ও গান।
এনটিভি অনলাইন : রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু গবেষণামূলক বইও আপনি লিখেছেন। আবার কবে পাঠক আপনার লেখা নতুন বই পাবেন?
রেজওয়ানা চৌধুরী বন্যা : রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধ লিখছি। সামনের বছর বইটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। শিল্প ও সংস্কৃতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
রেজওয়ানা চৌধুরী বন্যা : শিগগির দেশব্যাপী সাংস্কৃতিক চর্চা যাতে বৃদ্ধি পায়, সেই কর্মসূচি আমরা শুরু করব। আমরা অনেকে মিলে এই কাজটা শুরু করার পরিকল্পনা করেছি। কারণ সংস্কৃতি চর্চা নিয়ে অনেক সচেতনতা জরুরি। শিল্প নিয়ে কাজ করতে হয় অনেক বেশি।