গানের শিরোনাম মাহিয়া মাহী
এবার গানের শিরোনামেই ঢুকে গেছেন মাহিয়া মাহী। কোনো নায়িকার নাম এভাবে গানের কথায় ঢুকে যাওয়ার ঘটনা খুঁজে পাওয়া মুশকিল। আর গানটি ব্যবহার হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবিতে। গেল ১৬ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অশোক পাতি পরিচালিত এই ছবি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হয়েছে। মাহিয়া মাহী শিরোনামে কেন গান করা হলো এই প্রসঙ্গে এনটিভির সঙ্গে কথা বলেছেন এসকে মুভিজের প্রযোজক হিমাংশু ধানুকা।
‘মাহিয়া মাহী’ শিরোনামে গান করার পেছনে কী উদ্দেশ্য ছিল?
একটি কারণ তো আছেই। মাহিয়া মাহী বাংলাদেশের সুপার স্টার কিন্তু ভারতে সে একদম নতুন মুখ। বাংলাদেশি একজন নায়িকাকে ভারতে খুব সহজে পরিচিত করে তোলার জন্য আমি চিন্তা করেছিলাম মাহিয়া মাহী নামের একটি গান করার। আর মাহিয়া মাহী নামের মধ্যেই কিন্তু একটা সুরেলা ব্যাপার আছে। আমি বলব, মাহিয়া মাহী ছন্দময় একটি নাম। আমিই প্রসেন ও অরিন্দমকে বলেছিলাম মাহিয়া মাহী নামটি গানের সুরে ও কথায় রাখতে। গানগুলোর কথা এ রকম ‘লিখেছি নাম তোর, জেগেছি রাত ভোর, আয়না কাছে আয়, হব আজ আমি তোর, তুই আমার মাহিয়া মাহিয়া, মাহী মাহিয়া।
গানটির শুটিং কোথায় হয়েছিল?
গানটির শুটিং আমরা যুক্তরাজ্যে করেছিলাম। গানের ভিডিওতে অঙ্কুশ ও মাহি
ছিল। আমরা ছবিটি ভারতে ১৭৪টি হলে মুক্তি দিয়েছি। দর্শক খুব ভালোভাবে
গানটি গ্রহণ করেছে। বলতে পারেন আমার চেষ্টা সফল হয়েছে।
যৌথ প্রযোজনার ছবি করছেন কেন?
আমি চাই এশিয়া মহাদেশে বাংলা ছবি ভালো অবস্থানে পৌঁছে যাক। যৌথভাবে কাজ করলে হয় তো আমরা খুব দ্রত সফল হব। আমি বাংলাদেশি শিল্পীদের কখনো ছোট করে দেখি না। তাঁরা অনেক মেধাবী। আমি চাই আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করুক এবং বাংলাদেশের শিল্পীরা আমাদের দেশে কাজ করুক। এই দুইয়ের সমন্বয়ে আমরা ভালো কিছু করতে পারব।
এই ছবির গানের পেছনের কারিগরদের সম্পর্কে কিছু বলুন?
আমার এই ছবির জন্য গান লিখেছেন আবদুল আজিজ, প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেন ও স্যাভি। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ।গানে কণ্ঠ দিয়েছেন আকাশ, সাদাব হাশমি, জুবেন গার্গ,অরিন্দম চক্রবর্তী ও নেহা কাক্কর। ছবিতে ‘মাহিয়া মাহী’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেন আর গেয়েছেন অরিন্দম চক্রবর্তী।