বাবাকে ছাড়া প্রথম বড়দিন পালন করছি : কল্যাণ
বড়দিন উপলক্ষে অভিনেতা কল্যাণ কোরাইয়া আজ কোনো শুটিং রাখেননি। পরিবারের সঙ্গে কাটছে তাঁর বড়দিন উৎসব। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে কল্যাণ অভিনীত বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’। বড়দিন, নাটক ও অন্যান্য বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন কল্যাণ।
এনটিভি অনলাইন : কেমন কাটছে বড়দিন?
কল্যাণ কোরাইয়া : সকালে ফার্মগেটে বাসার পাশে চার্চে গিয়েছি। টিভি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এখন বাসায় আছি। এবার বাবাকে ছাড়া প্রথম বড়দিন পালন করছি। তাই কষ্ট লাগছে। চলতি বছরের ১০ মে বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর পরিবারে অনেক শূন্যতা তৈরি হয়েছে। প্রতিমুহূর্তে বাবাকে মিস করি।
এনটিভি অনলাইন : শৈশবে আপনার বাবার সঙ্গে বড়দিন কীভাবে কাটত?
কল্যাণ কোরাইয়া : এককথায় চমৎকার। বড়দিনে বাবার কাছ থেকে নতুন জুতা উপহার পেতাম। ভীষণ ভালো লাগত। বাবা সান্তাক্লজ সাজতেন। বাবাকে সান্তাক্লজের সাজে দেখে উচ্ছ্বসিত হতাম। তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়াতাম।
এনটিভি অনলাইন : দুদিন পর আপনার প্রথম বিবাহবার্ষিকী। সেদিনের পরিকল্পনা কী?
কল্যাণ কোরাইয়া : আমার স্ত্রী গ্রেইস ভায়োলেট ডি’কস্তা আজই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছে। আমরা ২৭ তারিখ ঘরোয়া আয়োজনে অনুষ্ঠান করব। এ ছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই।
এনটিভি অনলাইন : বড়দিন উপলক্ষে ‘কোন অভিযোগ নেই’ নাটকে অভিনয় করেছেন। কেমন ছিল অভিজ্ঞতা?
কল্যাণ কোরাইয়া : নাটকের গল্পে অনেক মানবিক বার্তা আছে। তাই অভিনয় করে আত্মতৃপ্তি পেয়েছি। এখানে আমার চরিত্রের নাম সোহেল। সে ভীষণ পরোপকারী মানুষ। এ ধরনের চরিত্রের সত্যিকারের মানুষ আমাদের সমাজে ভীষণ দরকার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। এখন কী ধরনের নাটকে বেশি অভিনয় করছেন?
কল্যাণ কোরাইয়া : নাটক নির্মাণের কৌশল বদলে গেছে এখন। ভিন্ন ধরনের কাজ হচ্ছে। সব ধরনের গল্পের নাটকে অভিনয় করছি। কিছুদিন আগেও দেশের বাইরে বেশ কিছু নাটকের শুটিং করেছি। সর্বশেষ সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং করলাম। সবগুলোর গল্প, চরিত্র ও নির্মাণকৌশল আলাদা। দর্শক উপভোগ করবেন।