ঈদের দিনের মতো লাগছে : ভাবনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের মধ্যে একজন আশনা হাবিব ভাবনা। আগামীর বাংলাদেশ তিনি কেমন চান ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
এনটিভি অনলাইন : ভোট দিয়েছেন?
আশনা হাবিব ভাবনা : আমি ঢাকা-১০ আসনের ভোটার। ধানমণ্ডি সরকারি বালিকা বিদ্যালয় আমার ভোটকেন্দ্র। কিছুক্ষণ পর ভোট দিতে যাব। আমি উচ্ছ্বসিত। আজ ঈদের দিনের মতো লাগছে।
এনটিভি অনলাইন : ভোট দেওয়ার সময় কোন বিষয়ে গুরুত্ব দেবেন?
আশনা হাবিব ভাবনা : যে যোগ্য, তাঁকেই ভোট দেব। যে দেশের জন্য সত্যি সত্যিই ভালো কিছু করবে। মানুষ হিসেবে অবশ্যই সৎ হবে।
এনটিভি অনলাইন : আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান?
আশনা হাবিব ভাবনা : এমন বাংলাদেশ চাই, যেখানে সুচিকিৎসা নিশ্চিত হবে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মাদকমুক্ত সমাজ চাই। আমি চাই না, কেউ মাদকে আসক্ত হোক।
এনটিভি অনলাইন : এবার কাজ নিয়ে কথা বলি। কেমন গেল ২০১৮?
আশনা হাবিব ভাবনা : সুন্দর। এ বছরে আমার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশ পেয়েছে। ‘গুলনেহার’ চরিত্রে টেলিফিল্মে অভিনয় করেও রোমাঞ্চিত আমি। এ ছাড়া আমার অভিনীত ‘মায়াবতী’ চরিত্রটাও আমার ভীষণ ভালোলাগার ছিল। আসলে আমি পেছনে ফিরে দেখার মানুষ নই। সামনে কী করব, এ বিষয়ে ফোকাস রাখতে চাই।
এনটিভি অনলাইন : তাহলে নতুন বছরে আপনার পরিকল্পনা কী?
আশনা হাবিব ভাবনা : নতুন বছরে নতুন কাজ হবে। এটাই স্বাভাবিক। তবে সে কাজের ফল আগের থেকে যেন ভালো হয়, সেদিকে লক্ষ রাখব। ফেব্রুয়ারিতে আসবে আমার লেখা দ্বিতীয় উপন্যাস। এ ছাড়া ভালোবাসা দিবসের বিশেষ নাটকেও দেখা যাবে আমাকে।