তারকার প্রিয় অ্যাপ
কি-বোর্ড অ্যাপে টুং-টাং করি : পড়শি
স্মার্টফোন এখন সবার হাতে হাতে। সবাই এখন পছন্দ অনুযায়ী অ্যাপ চালাতে পারেন। তারকারাও এর বাইরে নন। আজ আমরা জানব, জনপ্রিয় সংগীতশিল্পী পড়শির প্রিয় অ্যাপের গল্প।
কি-বোর্ড : আমি সত্যি সত্যি কি-বোর্ড বাজাতে পারি না। তবে কি-বোর্ড বাজাতে আমার ভীষণ ইচ্ছা করে। তাই মুঠোফোনে ‘কি-বোর্ড’ অ্যাপটা রেখে দিয়েছি। কাজের অবসরে ‘কি-বোর্ডে’ টুং-টাং আওয়াজ তুলতে ভালো লাগে আমার। এতে আমি বেশ আনন্দও পাই।
হোয়াট্সঅ্যাপ ও ভাইবার : ফেসবুকের চেয়েও হোয়াটসঅ্যাপ ও ভাইবার আমার খুব প্রিয়। এ দুই অ্যাপ ছাড়া আমি একদিনও চলতে পারি না। ভাইবারে নিয়মিত পাবলিক চ্যাট করি। আর ভাইবার আমার কাছে মনে হয়, যোগাযোগের অনেক ভালো মাধ্যম। বন্ধুদের সঙ্গে আমি ভাইবারে কথা বলতে পছন্দ করি। তবে ভাইবারে পিকচার নিয়ে খেলতে ভালো লাগে আমার। ভাইবারে এক মাস পর পর নতুন নতুন পিকচারের কার্টুন পাওয়া যায়। পিকচার দিয়েই সবার সঙ্গে আলাপ ভালো জমে ওঠে আমার। বিষয়টি আমি খুব উপভোগও করি।
প্রিয় গেমিং অ্যাপ : আমার ফোনে নতুন নতুন গেম পাওয়া যাবেই যাবে। নতুন কোনো গেম এলে আমি ফোন থেকে সব পুরোনো গেমিং অ্যাপগুলো বাদ দিয়ে দিই। আর নতুন গেমগুলো ডাউনলোড করি। এটাই আমার অভ্যাস। ভ্যাম্পায়ার গেম খেলতে খুব ভালো লাগে আমার। আর আমার সবচেয়ে প্রিয় গেম হলো ক্ল্যাশ অব ক্ল্যান্স (Clash of clans)। এই গেম সব সময় আমি ফোনে রাখি।