প্যারিসে প্রদর্শিত হলো ‘যদি তুমি জানতে’
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রদর্শিত হয়েছে বাংলা চলচ্চিত্র ‘যদি তুমি জানতে’। স্থানীয় সময় ২০ ডিসেম্বর প্যারিসের একটি হলে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই প্রদর্শনীর আয়োজন করেন। এটি উপভোগ করেন শতাধিক বাংলাদেশি।
এস এম শাকিলের চিত্রনাট্য এবং জেসমিন আক্তার নদী ও ফিরোজের যৌথ পরিচালনার চলচ্চিত্র ‘যদি তুমি জানতে’। এতে অভিনয় করেছেন ‘ঘাসফুল’ ছবিতে অভিষেক হওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাঁর বিপরীতে আছেন নবাগত অভিনেতা আশরাফ কিটু।
ছবিটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান ও মনিরা মিঠু। আর বিভিন্ন গানে কণ্ঠ দেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন আঁখি আলমগীর ও কনা।
চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। সম্প্রতি কোনো কর্তন ছাড়াই চলচ্চিত্রটির ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। এটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী বছরের মার্চে। এর আগে বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে।