এ বছর ঘটনাবহুল ছিল : রিয়াজ
চিত্রনায়ক রিয়াজ এ বছর দুটি ছবির কাজ শেষ করেছেন। একটি মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’, অপরটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’। ছবি দুটি মুক্তির অপেক্ষায়। শারীরিক অসুস্থতার কারণে এখন রিয়াজ কম কাজ করছেন। এদিকে, চলচ্চিত্র অভিনেতা মান্না স্মরণে ‘মান্না উৎসব ২০১৬’ আয়োজন করেছে মান্না ফাউন্ডেশন। অনুষ্ঠানটি আগামীকাল ১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি, উন্মুক্ত মঞ্চ দোয়েল চত্বরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। অনুষ্ঠানটির উপস্থাপনা, এ বছর কেমন কাটল ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ।
প্রশ্ন : কেমন আছেন আপনি?
উত্তর : আগের চেয়ে ভালো আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন চলছি।
প্রশ্ন : ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন, প্রস্তুতি নিয়েছেন কি?
উত্তর : অনুষ্ঠানে যাঁরা পারফর্ম করবেন, তাঁরা কিছুদিন থেকে এফডিসিতে অনুশীলন করছেন। আমি এখনো যাওয়ার সময় বের করতে পারিনি। ফেরদৌস আর আমি উপস্থাপনা করব। এর আগেও আমরা দুজন একসঙ্গে উপস্থাপনা করেছি, তবে এবারের আয়োজন আমার কাছে স্পেশাল।
প্রশ্ন : এ বছর কেমন কেটেছে আপনার?
উত্তর : এ বছরে আমার অনেক সুখের খবর ছিল, আবার অনেক দুঃখের সংবাদও ছিল। প্রথমত, এ বছর আমি বাবা হয়েছি। দ্বিতীয়ত, অনেক দিন পর দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। এ ছাড়া বেশ কিছু ভালো নাটকের মাধ্যমে ছোট পর্দায়ও ফিরেছি। আর দুঃসংবাদ হলো, বছরের শেষ দিকে এসে শারীরিকভাবে অসুস্থও হয়েছি। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় আমি সুস্থ হয়েছি। তাই সব মিলিয়ে বলব, এ বছর আমার জন্য ঘটনাবহুল ছিল, গুরুত্বপূর্ণও ছিল।
প্রশ্ন : ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আপনার অভিনয়ের করার কথা ছিল?
উত্তর : হ্যাঁ। পরিচালকের সঙ্গে আলাপও হয়েছিল। কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে যে ধরনের শারীরিক পরিশ্রম করতে হবে, সেটা আমার পক্ষে দেওয়া এ মুহূর্তে সম্ভব নয়। তাই না করে দিয়েছি।
প্রশ্ন : নতুন বছরে আপনাকে কি কোনো চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে?
উত্তর : এখনো সিদ্ধান্ত নিইনি। অনেক ছবিতেই কাজ করার কথাবার্তা চলছে। তবে ভালো চিত্রনাট্য পেলে ভেবে দেখব। আসলে আমি তো কাজ করতে চাই। কিন্তু সবকিছু নির্ভর করবে আমার শারীরিক অবস্থার উন্নতির ওপর।
প্রশ্ন : এখন মিডিয়ায় অনেকে কাজ করছেন। নতুন শিল্পীদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
উত্তর : আমি বলব, এখন যাঁরা কাজ করছেন, তাঁদের শিল্পের প্রতি ভালোবাসা ও সম্মান খুব কম। তাঁদের অভিনয়ের প্রতি আগ্রহ নেই। এখনকার শিল্পীরা ফেসবুকের মাধ্যমে দ্রুত অনেক ভক্ত পেয়ে যান। আর এরপরই তাঁরা নিজেকে তারকা ভাবতে শুরু করেন। এখন আসলে শিল্পী তৈরি হচ্ছে না। হয়তো কয়েকটা টিভি চ্যানেল চেষ্টা করছে শিল্পী তৈরি করতে; কিন্তু সেটাও একটা বাণিজ্যিক প্রয়াস মাত্র।