নাচ নিয়েও ব্যস্ত মেহজাবীন
কখনো নৃত্যশিল্পী হবেন, এমনটা ভাবেননি মেহজাবীন। তাই ছোটবেলায় নাচও শেখা হয়নি তাঁর। কিন্তু টিভি অনুষ্ঠান ও বিভিন্ন স্টেজ শোতে এখন নিয়মিত নাচ করছেন তিনি। প্রশ্ন জাগতেই পারে, কীভাবে সম্ভব? এর উত্তর জানিয়েছেন তিনি এনটিভি অনলাইনকে।
মেহজাবীন বলেন, ‘আমি এখন নিয়মিত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ভাইয়ার কাছ থেকে নাচ শিখছি। এ জন্য আমার নাচের শো এখন বেশি করা হচ্ছে। আমি বলব না যে খুব ভালো নাচ করতে পারছি, তবে শেখার চেষ্টা আমার রয়েছে। ভালো সাড়াও পাচ্ছি। তাই নাচটাও চালিয়ে যাব।’
এর পর নাচের শো কবে আছে—জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘আগামীকাল শনিবার সন্ধ্যায় আছে। চট্টগ্রামে বোট ক্লাবে সোহাগ ভাইয়ার দল নাচ পারফর্ম করবে। সেখানে আমিও নাচ করব। নাচের অনুশীলনও হয়ে গেছে। আগামীকাল সকালে চট্টগ্রামের উদ্দেশে আমরা রওনা দেব।’
চট্টগ্রাম থেকে ফিরে এসে স্বাধীনতা দিবসের একটি নাটকের শুটিং করবেন বলে জানান মেহজাবীন। নাটকটি পরিচালনা করবেন তানিয়া আহমেদ।