আমার সংগ্রহে অনেক ক্যাসেট আছে : সজল
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। ছোটপর্দার পাশাপাশি রুপালি পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে সজল অভিনীত ‘রান আউট’ ছবিটি। কাজের অবসরে সজলের ধানমন্ডির বাসায় কথা হয় তাঁর শখ ও সংগ্রহ নিয়ে।
প্রশ্ন : আপনার ভক্তদের শখ আপনার সঙ্গে সেলফি তোলা। আর আপনার শখ কী?
উত্তর : ভক্তদের পাঠানো ভালোবাসার বার্তা। (হাসি) আমার শখ আমি অনেক কিছু সংগ্রহ করতে পছন্দ করি। আমার সংগ্রহের তালিকাও বেশ দীর্ঘ।
প্রশ্ন : কী কী সংগ্রহ করেন আপনি?
উত্তর : সুগন্ধি, ঘড়ি, জুতো, বই, স্যুটকোট। এখন তো গানের ক্যাসেট পাওয়া যায় না। একসময় আমি গানের ক্যাসেট সংগ্রহ করতাম। গানের ক্যাসেটগুলো এখনো আমার সংগ্রহে রয়েছে।
প্রশ্ন : কী ধরনের গান পছন্দ করেন আপনি?
উত্তর : সব ধরনের গানই আমার বেশি ভালো লাগে। একসময় হেমন্ত মুখোপাধ্যায়ের রোমান্টিক গানগুলো অনেক শুনতাম। হেমন্ত মুখোপাধ্যায়ের অনেক গানের ক্যাসেট আমার সংগ্রহে রয়েছে।
প্রশ্ন : সুগন্ধি, ঘড়ি, জুতো এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন?
উত্তর : দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। কখনো বেড়াতে গিয়ে কিনতাম, কখনো শো করতে গিয়েও কিনেছি। বেশি সংগ্রহ করেছি প্যারিস, নিউইয়র্ক ও দুবাই থেকে। আবার উপহারও পেয়েছি।
প্রশ্ন : সব কিছুই কি নামিদামি ব্র্যান্ডের?
উত্তর : না সব ব্র্যান্ডের নয়। এ ছাড়া কিছু আছে। হাসপাপিস ব্র্যান্ডের দুই ফিতার স্যান্ডেল আমার পছন্দ। এমনিতে অন্য ব্র্যান্ডের স্যান্ডেলও কিনি।
প্রশ্ন : আচ্ছা আপনার বইয়ের শেলফে অনেক বই দেখছি। এগুলো কি সব আপনি কিনেছেন?
উত্তর : না। (হাসি)
প্রশ্ন : হাসছেন কেন?
উত্তর : কারণ আমি অধিকাংশ বই চুরি করে এনেছি। বই কিনেছিও।
প্রশ্ন : আপনি কি বইমেলোয় যান?
উত্তর : শুটিংয়ের ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আর গেলেও প্রচুর দর্শক ঘিরে রাখে। তখন বই কিনব কি! এ জন্য প্রতি বইমেলায় কাউকে পাঠিয়ে পছন্দমতো বই কিনে নিয়ে আসি। আমার সংগ্রহে অনেক ধর্মগ্রন্থও আছে। আব্বু কোরআন শরিফ ছাড়া অন্য ধর্মগ্রন্থ পড়লে বকা দেন। তাই সেগুলো শেলফ থেকে সরিয়ে আলাদা করে রেখেছি।
প্রশ্ন : আপনার টেবিলে এটা কী?
উত্তর : ডায়েরি। অবসরে আমি ডায়েরি লিখি। নিজের প্রতিদিনের ঘটনাগুলো লেখা হয়।
প্রশ্ন : লেখার জন্য আপনি কী ধরনের কলম ব্যবহার করেন?
উত্তর : অবশ্যই বলপেন। বলপেন ছাড়া আমি লিখতে পারি না। আমার সংগ্রহে অনেক বলপেনও আছে।
প্রশ্ন : আপনার সংগ্রহে তো অনেক জুতোও দেখতে পাচ্ছি।
উত্তর : হ্যাঁ। কিন্তু প্লিজ আমাকে জুতো পরিয়ে এখন ছবি তুলতে যাবেন না!
প্রশ্ন : কেন?
উত্তর : কারণ আমার সংগ্রহে এমন কিছু জুতো আছে যেটা আমি কোনোদিনই পরব না।
প্রশ্ন : ছবি তোলার জন্যও না!
উত্তর : না। কিছু জুতা আমি কোনোদিনই পরতে চাই না।
প্রশ্ন : তাহলে কিনেছেন কেন?
উত্তর : ওই যে বললাম জুতো সংগ্রহ করাও আমার শখ।
প্রশ্ন : এত সুগন্ধি সাজিয়ে রেখেছেন। সব কি ব্যবহার করা হয়?
উত্তর : আমার সংগ্রহে প্রায় ৩০০ ব্র্যান্ডের সুগন্ধি আছে। আমি সবই ব্যবহার করি। আমি কিন্তু সুগন্ধিগুলো কাউকেই ছুঁতে দেই না। তাই অনেক সময় এখানে ধুলাও পড়ে থাকে।
প্রশ্ন : ঘড়ি কি সব ব্যবহার করা হয়?
উত্তর : অবশ্যই। ঘড়ি ছাড়া আমার একমুহূর্তও চলে না। বলতে পারেন এটা আমার স্টাইলের একটি অংশ।