বায়োগ্রাফিতে ‘বন্ধু তোমারই খোঁজে’ নিয়ে লিখেছি : ফেরদৌসী রহমান
বন্ধু ছাড়া সুন্দর জীবন কল্পনা করা যায় না। স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মমুখর জীবনে তো আর আগের মতো বন্ধুদের সঙ্গে দেখা হয় না। তারকাদের ক্ষেত্রে তো এমনটা হতে বাধ্য!তবু তো মনে পড়ে বন্ধুকে মনেরই অজান্তে। প্রিয় বন্ধুর স্মৃতিচারণ, সাক্ষাৎ ও আরো অনেক গল্প নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’। অনুষ্ঠানটির এবারে আমন্ত্রিত অতিথি বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী এবং উপস্থাপনা করছেন ইভান সাইর। আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘প্রতিটি পর্বেই আমরা কিছু না কিছু চমক রাখার চেষ্টা করব। এটা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের অতিথি ছিলেন তারিক আনাম খান। প্রথম পর্বেই আমরা অনেক সাড়া পেয়েছি। আশা করছি, অনুষ্ঠানটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’
উপস্থাপক ইভান সাইর বলেন, ‘ভালো মানের অনুষ্ঠান উপস্থাপনা করা সম্মানজনক। এ রকম একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমাকে সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য এনটিভি পরিবারের কাছে আমি কতৃজ্ঞ।’
আমন্ত্রিত অতিথি ফেরদৌসী রহমান অনুষ্ঠানটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে জানালেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘অনুষ্ঠানটির (বন্ধু তোমারই খোঁজে) আয়োজন চমৎকার। অতিথি হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখন বায়োগ্রাফি লিখছি। অনুষ্ঠানটির শুটিং শেষ করে এসে আমার এত ভালো লেগেছে যে বায়োগ্রাফিতে এটা সম্পর্কে আমি লিখেছি।’
নিজের আত্মজীবনী নিয়েও বললেন কিছু কথা, ‘অনেক বায়োগ্রাফিতে আমি পড়েছি, সবাই নিজের ক্যারিয়ার একটু বেশি ফোকাস করে। আমি কিন্তু সেটা করছি না। ক্যারিয়ারের থেকেও আমার ব্যক্তিগত জীবনকে অনেক প্রাধান্য দিচ্ছি। স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু সব বন্ধু সারা জীবন টিকে থাকে না। কিছু কিছু বন্ধু থাকে, যাদের কখনো হৃদয় থেকে মুছে ফেলা যায় না। আমার এ রকম একজন বন্ধু খুশী কবির। তাঁকে নিয়ে এ অনুষ্ঠানে আলাপ হবে।’