ঈদে এনটিভিতে মোশাররফ করিম-নীলাঞ্জনার ‘সরদার সোলেমান’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘সরদার সোলেমান’ শিরোনামে নাটক।
নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রুলিন রহমান। মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মুকুল সিরাজ, বাধন খান, শম্পা নিজাম, সানি ও রিনা রহমানসহ প্রমুখ।
নাটকের গল্প এমন — একদিন ঘুমের মধ্যে স্বপ্নে মোশাররফ করিম পূর্ব পুরুষ কর্তৃক আদেশ প্রাপ্ত হলেন যে, বংশরক্ষার জেরে তাকে বৃদ্ধ বয়সে নতুন করে বিয়ে করে সংসার শুরু করতে হবে। তাই পূর্ব পুরুষের কথার রক্ষার্থে তিনি পাত্রীর সন্ধান শুরু করল। আর মোশাররফ করিমের শুরুতেই নীলার দিকে দৃষ্টি পরল। আর নীলা হচ্ছে মোশাররফ করিমের আশ্রিত গৃহকর্মীর কন্যা। মোশাররফ করিম খুশি হয়ে নীলার মাকে বিয়ের প্রস্তাব জানালে নীলার মা একবাক্যে রাজী হলেও নীলা কিছুতেই বৃদ্ধকে বিয়ে করবে না বলে জানান। আর এই নাটকের বাকী অংশটুকু দেখতে চোখ রাখুন ঈদে এনটিভির পর্দায়।