সৌন্দর্যরক্ষায় অস্ত্রোপচার, বিপাকে উরফি জাভেদ
সামাজিক পাতায় নতুন নতুন বৈচিত্র পোশাকের কারণে প্রতিদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্রোপচার করাতে গিয়ে বিপাকে পড়লেন এই জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি মাত্র রিয়্যালিটি শো‘তে অংশ নিয়েই প্রচারের আলোয় চলে আসেন উরফি জাভেদ। তাকে নিয়ে চর্চার প্রধান কারণ তার পোশাকের বৈচিত্র ও বেশভূষা। প্রতিদিন সামাজিক মাধ্যমে নতুন ধরনের সব পোশাকে দেখা যায় উরফিকে। আর এজন্য বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করিয়ে সমস্যায় পড়লেন উরফি।
বলিউডে কৃত্রিম পদ্ধতিকে পুঁজি করে সুন্দর হওয়ার প্রতিযোগিতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কখনও টিকোলো নাক কখনও আবার ঠোঁটের ভোল পাল্টে ফেলা। বলিউডে অনেক অভিনেত্রীই কাঁটাছেড়া করে চেহারার বদল ঘটিয়েছেন। যাদের মধ্যে আয়েশা টাকিয়া, অনুষ্কা শর্মা, কাজল, কোয়েনা মিত্র, শিল্পা শেট্টি ও ক্যাটরিনা কাইফ। এই অস্ত্রোপ্রচারে কারও ক্ষেত্রে ইতিবাচক হলেও, কারও কারও আবার কেরিয়ারও একেবারে ধ্বংস হয়ে গেছে।
এবার চোখে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়লেন উরফি। আসলে নিজের চোখের তলায় কালো দাগ কমাতেই এই অস্ত্রোপ্রচার করেন তিনি। যা হিতে বিপরীত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শৈশব থেকেই চোখের নীচে কালো ছোপ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। এজন্য এই ছোপের কারণে অতীতে কয়েকবার ট্রোলের মুখোমুখি হয়েছেন তিনি। সেই কারণেই শেষ পর্যন্ত উরফি বেছে নিয়েছিলেন অস্ত্রোপ্রচার। তবে সুফল পেলেন না তিনি।
উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, ‘আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এই ফিলার করাই। কিন্তু এখন মুখটা আরও জঘন্য লাগছে।’
এরই সঙ্গে উরফি আরও লেখেন, ‘এখন নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম?’ যদিও খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি।