নিশো কবে বিয়ে করল, কবে বাচ্চা হলো বন্ধু হয়েও জানি না : নিরব
‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছে। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফরান নিশোর এমন মন্তব্যে প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন।
ফেসবুক স্ট্যাটাসে নিরব লিখেছেন, ‘ইন্টারভিউয়ে দেখলাম আফরান নিশো বলেছে, আমি ব্যক্তিজীবন অন্তরালে রেখেছিলাম!বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরণের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না।’
নিজের বিয়ের খবর প্রসঙ্গে নিরব ওই পোস্টে লিখেছেন, ‘দীর্ঘবছর যাবৎ আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন, তারা আমার বিয়ে,বউ ও সন্তানের বিষয়টি ভালোভাবে অবগত। আমার ব্যক্তি জীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা যত্ন সহকারে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন। সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে, আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাইনি।’
বন্ধু নিশোর বিয়ে প্রসঙ্গে নিরব লিখেছেন, ‘সংবাদকর্মী ভাই বন্ধুদের অনেক অজানাও জেনে থাকেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে? বন্ধু হয়ে আমি তো কখনও দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে আমি নাকি নিশো?’
ওই পোস্টে বন্ধুকে পরামর্শ দিয়ে নিরব আরও লিখেছেন, ‘আমি এবং নিশো একসময় একসঙ্গে মডেলিং করেছি। আমাদের অনেক স্মৃতি। নিশো তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস! বন্ধু হিসেবে বলছি, তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যেসব কতবার্তা বলছিস জেনে বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে তুই তোর ভুল শুধরে নিবি।’
গেল ঈদে বাংলাদেশের মাত্র ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই ছবিটিই এবারের ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় রায়হান রাফী,অভিনেতা আরফান নিশো ও তমা। বৃহস্পতিবার আনন্দবাজারে সিনেমার প্রচারণার অংশ হিসেবে সাক্ষাৎকার দেন নিশো। সেখানে ব্যক্তিগত ও নিজের দর্শন নিয়ে বিষদ কথা বলেন তিনি।