বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় স্বস্তিকা
একের পর এক বাংলাদেশি সিনেমায় স্বস্তিকা মুখার্জি। গত মাসেই জানা গিয়েছিল, হিমু আকরামের ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’তে জোছনা হবেন স্বস্তিকা। আর গতকাল জানালেন, নতুন পরিচালক কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ সিনেমাও অভিনয় করবেন তিনি।
মিস্ট্রি থ্রিলার থ্রিলার ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় স্বস্তিকা সহশিল্পী হিসেবে পাবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনকে। এ নিয়েও ভীষণ উচ্ছ্বসিত স্বস্তিকা, ‘আমি বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীর ভক্ত। অনেকেরই কাজ ফলো করি। ওটিটি হোক বা এখানে কলকাতায় যে ছবিগুলো মুক্তি পায় সেগুলো দেখার জন্য উদগ্রিব হয়ে বসে থাকি। আফজাল হোসেন তো আছেনই। অন্য যে কলাকুশলীরা আছেন, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
নতুনদের ওপর বরাবরই আস্থা অভিনেত্রীর। জানিয়েছেন, ‘২৩ বছরের ক্যারিয়ারে মনে হয় আমিই সবচেয়ে বেশি নতুন পরিচালক ও প্রযোজকের ছবিতে অভিনয় করেছি। টালিগঞ্জে এ রকম অনেক পরিচালকের প্রথম ছবি করেছি, আবার মুম্বাইয়ে গিয়েও তাঁদের প্রথম ছবি করেছি।’
হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস। পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।