‘কারার ওই লৌহ কপাট’ গান নিয়ে এ আর রহমানের ওপর ক্ষুব্ধ শ্রোতারা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের ঘটনা অবলম্বনে হিন্দি সিনেমা ‘পিপ্পা’ বানিয়েছেন বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। তবে এর মধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার একটি গান ‘কারার ওই লৌহ কপাট’। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি।
কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটিকেই ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ সিনেমাতে। গানটিকে নতুন ভাবে তৈরি করেছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। কিন্তু সেটা শুনে মোটেই খুশি নন শ্রোতা-ভক্তরা। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গানটির কমেন্ট বক্সে নেটিজেনদের অধিকাংশই নেতিবাচক মন্তব্য করছেন। বাঙালিরা এই গানটিকে যেভাবে শুনে আসছে সেটার সঙ্গে এটার কোনো মিল খুঁজে পাননি তারা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এমন কিছু গান আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। আর এই গানগুলোর অন্যতম ‘কারার ওই লৌহ কপাট’। এই গানটি সিনেমার জন্য নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান,তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।