‘পঞ্চায়েত ৩’ কবে আসছে?
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সিজন থ্রি মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব ও সানভিকাসহ আরও একঝাঁক তারকা অভিনীত এই ওয়েব সিরিজ-এর তৃতীয় সিজন কবে আসছে, এ নিয়ে কদিন ধরেই দর্শকের উন্মাদনা তুঙ্গে! এবার আনুষ্ঠানিকভাবে সিরিজটির নতুন সিজন মুক্তির তারিখ জানিয়ে দিল।
গতকাল বৃহস্পতিবার (২ মে) ‘পঞ্চায়েত থ্রি’-এর নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন সিজন থ্রি মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা লাউ সরিয়েছেন, আমরা আপনাদের পুরস্কার আনলক করে দিলাম।’
৯ ডিসেম্বর, ২০২৩-এ ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শক মন জয় করেছে। গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হয়েছে এ সিরিজে। অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।